স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল মাঠে নেমেছিল ভারত। প্রথম ম্যাচে জিতলেও গতকার হারতে হয়েছে সূর্যকুমার যাদবদের। ২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ভারতের এমন হারের দিনে বিব্রতকর এক রেকর্ডে নাম লিখিয়েছেন আর্শদীপ সিং। ভারতীয় এই পেসার এক ওভারে করেছেন ১৩টি ডেলিভারি যার মধ্যে আছে ৭টি ওয়াইড।
দ্বিতীয় টি–টোয়েন্টির মুল্লানপুর ম্যাচে ভারতের বাঁহাতি পেসার অর্শদীপ সিং এমন একটি ওভার করলেন, যা ভারতের দিনটাকে আরও কঠিন করে তোলে। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১১তম ওভার করতে এসে একেবারে শুরুতেই তিনি চাপে পড়ে যান। প্রথম বলেই কুইন্টন ডি ককের ছক্কা, আর সেই চাপ সামাল দিতে গিয়ে টানা দুটি ওয়াইড, বল অফস্টাম্পের বাইরে ট্রামলাইনের ভেতর আনতেই পারছিলেন না।
তৃতীয় বৈধ বলে ডি কক রিভার্স ল্যাপ খেলতে গিয়ে মিস করায় একটি ‘ডট’ মিললেও অর্শদীপের দুর্ভোগ সেখানেই শেষ হয়নি। এরপর ওভারজুড়ে আরও পাঁচটি ওয়াইড, সামগ্রিকভাবে ওভারটি হয়ে দাঁড়ায় একপ্রকার দুঃস্বপ্ন। এই এক ওভারেই ১৩টি বল করতে হয় অর্শদীপকে, যার মধ্যে ছিল ৭টি ওয়াইড। মোট খরচা ১৮ রান।
এই ম্যাচে করা ওভারটির ফলে অর্শদীপ ছুঁয়ে ফেলেছেন আফগানিস্তানের নবীন উল হকের সেই অনাকাঙ্ক্ষিত রেকর্ড। পূর্ণ সদস্য দেশের কোনো বোলারের সবচেয়ে বেশি বল করা এক ওভার। গত বছর হারারে জিম্বাবুয়ের বিপক্ষে একই কীর্তি গড়েছিলেন নবীন। ফলে টি–টোয়েন্টি ফরম্যাটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দীর্ঘ ওভার করার রেকর্ড এখন অর্শদীপের।
ওভার শেষে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে স্পষ্টই ক্ষুব্ধ দেখাচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই গম্ভীরের প্রতিক্রিয়ার ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে।