images

স্পোর্টস / ক্রিকেট

আইপিএল মিনি নিলামে কোন দল কত টাকা খরচ করতে পারবে

স্পোর্টস ডেস্ক

১০ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ পিএম

আগামী আইপিএল মৌসুমের আগে মেগা নিলাম নয়, অনুষ্ঠিত হবে মিনি নিলাম। বেশিরভাগ দলই আগের স্কোয়াড প্রায় গোছানো রেখে দিয়েছে। এখন প্রয়োজন শুধু কিছু পছন্দের খেলোয়াড় নিয়ে দলকে আরও শক্তিশালী করা। তবে মিনি নিলামে সব দল সমান টাকা খরচ করতে পারবে না। কারণ, ইতোমধ্যে তারা কাকে কত দাম দিয়ে দলে রেখেছে, তার ওপর নির্ভর করে নির্ধারিত হয়েছে অবশিষ্ট অর্থের পরিমাণ।

আইপিএলে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য মোট বাজেট ১২০ কোটি রুপি। মেগা নিলামে বড় অঙ্কের অর্থ খরচ হয়ে যাওয়ায় এবার মিনি নিলামে কার হাতে কত টাকা আছে, সেই তালিকাও প্রকাশিত হয়েছে।

সবচেয়ে বেশি টাকা হাতে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। মিনি নিলামে তারা খরচ করতে পারবে ৬৪ কোটি ৩০ লাখ রুপি। দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস, যাদের হাতে রয়েছে ৪৩ কোটি ৪০ লাখ রুপি।

অন্যান্য দলের অবস্থা এমন—

সানরাইজার্স হায়দরাবাদ: ২৫ কোটি ৫০ লাখ রুপি
লখনউ সুপার জায়ান্টস: প্রায় ২৩ কোটি রুপি
দিল্লি ক্যাপিটালস: প্রায় ২২ কোটি রুপি
গুজরাট টাইটান্স: ১২ কোটি ৯০ লাখ রুপি
পাঞ্জাব কিংস: ১১ কোটি ৫০ লাখ রুপি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৬ কোটি ৪০ লাখ রুপি
রাজস্থান রয়্যালস: ১৬ কোটি ৫ লাখ রুপি
মুম্বাই ইন্ডিয়ান্স: মাত্র ২ কোটি ৭৫ লাখ রুপি