images

স্পোর্টস / অন্যান্য

রোইং ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা এনএসসির

ক্রীড়া প্রতিবেদক

১০ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পিএম

অবশেষে নতুন অ্যাডহক কমিটি পেয়েছে বাংলাদেশ রোইং ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অ্যাডহক কমিটির নাম প্রকাশ করা হয়েছে। 

১৯ সদস্যের কমিটিতে রোইং ফেডারেশনের সভাপতি করা হয়েছে খ ম কবিরুল ইসলামকে। এছাড়া সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মাকসুদ আলাম। আর সহ-সভাপতি হলেন মো: রবিউল ইসলাম ও ক্যাপ্টেন এস এম এ সুফিয়ান মাহমুদ।

bd_rowing

কমিটিতে যুগ্ম সম্পাদক মনোনীত হয়েছেন মোঃ রাশিম, কোষাধ্যক্ষ মোস্তাক আহমেদ। এছাড়াও একজন করে প্রতিনিধিসহ রয়েছেন ১৩জন সদস্য।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ফেডারেশনের বিদ্যমান কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮–এর ধারা ২১ অনুযায়ী পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ধারা ২(৪) ও ৮–এ বর্ণিত পরিষদের চেয়ারম্যানের নির্দেশনায় বাংলাদেশ রোইং ফেডারেশনের অ্যাডহক কমিটি পুনর্গঠন করা হয়েছে।