স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভাঙার অভিযোগ এনে ফিফার এথিক্স কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে মানবাধিকারভিত্তিক সংগঠন ফেয়ারস্কোয়ার। তারা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া প্রথম ‘ফিফা শান্তি পুরস্কার’ কীভাবে দেওয়া হলো, সেটিরও পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছে।
সংগঠনটি আট পৃষ্ঠার একটি অভিযোগপত্র জমা দিয়েছে, যেখানে বলা হয়েছে ফিফার নীতিমালা অনুযায়ী সভাপতি ইনফান্তিনোকে রাজনৈতিক বিষয়ে নিরপেক্ষ থাকতে হয়। কিন্তু তিনি অন্তত চারবার এই নিয়ম ভেঙেছেন। অভিযোগগুলো হলো- ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার পক্ষে বক্তব্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফান্তিনো লিখেছিলেন, ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। ফেয়ারস্কোয়ারের দাবি, এটি রাজনৈতিক অবস্থান নেওয়া ও বিতর্কিত বিষয়ে হস্তক্ষেপ।
মিয়ামিতে ট্রাম্পের প্রকাশ্য প্রশংসা- এক অনুষ্ঠানে ইনফান্তিনো ট্রাম্পকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলে উল্লেখ করেন এবং তাঁর নীতির সমর্থন জানান। সংস্থাটির মতে, এটি ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডাকে সমর্থন করা।
ট্রাম্পের প্রি-ইনঅগারেশন র্যালির বক্তব্যে রাজনৈতিক স্লোগানের ব্যবহার। একটি ভিডিওতে ইনফান্তিনো বলেন, “একসাথে আমরা শুধু আমেরিকাকেই নয়, পুরো বিশ্বকেই মহান করব।” এটি ট্রাম্পের রাজনৈতিক স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’-এর অনুকরণ বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ফিফা শান্তি পুরস্কার তৈরিতে কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া না মানা। পুরস্কারটি দিতে কাউন্সিল বা সহ-সভাপতিদের কোনো মতামত নেওয়া হয়নি। কোনো নিয়ম, মানদণ্ড বা জুরি না থাকা নিয়েও প্রশ্ন তুলে ফেয়ারস্কোয়ার।
ফিফার এথিক্স কমিটি অভিযোগ পেলে তদন্ত করে শাস্তি দিতে পারে, যেমন সতর্কবার্তা, জরিমানা বা ফুটবল সংক্রান্ত কার্যক্রম থেকে নিষিদ্ধ করা। তবে ইনফান্তিনোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি কমিটি।