স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পিএম
লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টাইন ক্লাব অ্যাথলেটিকো শার্লোনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টারস। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল স্বাগতিকরা।
১৪ মিনিটে ক্যাসপার হকের দারুণ একক দৌড়ে তৈরি করা সুযোগ থেকে গোল করেন মো. মানিক। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে আরও একটি গোল করেছিলেন মানিক, তবে সেটি অফসাইডের কারণে বাতিল হয়। কয়েকটি ভালো সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা, তাতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে নেমেই সমতায় ফেরে অতিথি অ্যাথলেটিকো শার্লোন। দলের হয়ে গোল করেন অ্যালান সারমিয়েন্টো। এরপর ৭৪ মিনিটে বাংলাদেশি হাবিব রেদওয়ান এবং আর্জেন্টিনার দুই খেলোয়াড় হাতাহাতির ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এতে কিছুক্ষণ মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
৮৬ মিনিটে ফ্রি কিক থেকে গোলের ভালো সুযোগ পেলেও শার্লোনের গোলরক্ষক তা ঠেকিয়ে দেন। ইনজুরি সময়ে আর্জেন্টিনার নিশ্চিত সুযোগটি গোললাইন থেকে বাঁচান হেদায়েতউল্লাহ। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।