স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
অ্যাশেজে টানা দুই ম্যাচ হেরে বড় সংকটে পড়েছে ইংল্যান্ড। আর এ অবস্থায় দলটি নিয়ে গভীর চিন্তায় পড়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তার মতে, এখনই ঘুরে না দাঁড়াতে পারলে অস্ট্রেলিয়ার মাঠে ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হতে পারে।
এখন পর্যন্ত সিরিজে পার্থ ও ব্রিসবেনে দুই টেস্টেই ৮ উইকেটে হেরেছে বেন স্টোকসের দল। তৃতীয় টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর, অ্যাডিলেডে।
গ্যাবার দিবারাত্রির টেস্টে ইংল্যান্ডের ব্যাটিং ছিল একেবারেই ব্যর্থ। দ্বিতীয় ইনিংসে তারা অস্ট্রেলিয়ার সামনে মাত্র ৬৫ রানের লক্ষ্য দিতে পেরেছিল। প্রথম টেস্টেও দুই দিনেই হেরে যায় দলটি।
মাইকেল ভন বলেন, “এটা বলতে খারাপ লাগলেও সত্যি হলো, ইংল্যান্ড যদি সতর্ক না হয়, ৫-০তে অ্যাশেজ হারতে পারে। এখন পর্যন্ত এমন কোনো পারফরম্যান্স দেখাইনি, যা দেখে মনে হয়েছে তারা অন্তত একটি ম্যাচ জিততে পারবে। উন্নতি না করলে পরিস্থিতি আরও খারাপ হবে।”
তিনি আরও বলেন, “অ্যাডিলেড টেস্টের জন্য দল পরিবর্তন জরুরি। অলি পোপের জায়গা নতুন করে ভাবতে হবে। জ্যাকব বেথলকে দলে এনে স্টোকসকে তিন নম্বরে এবং বেথলকে ছয় নম্বরে খেলানো যেতে পারে। তবে বেথলকে দলে নেওয়াটাও ঝুঁকি, কারণ সে এখনও টেস্টে সেঞ্চুরি করেনি।”
অ্যাশেজ ইতিহাসে অস্ট্রেলিয়া কখনোই ৫-০তে সিরিজ হারেনি। কিন্তু ইংল্যান্ড তিনবার হোয়াইটওয়াশ হয়েছে- ১৯২০-২১, ২০০৬-০৭ এবং ২০১৩-১৪ মৌসুমে।