স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু তার আগেই বেকায়দায় পড়ে গেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ভারতের বাজারে সম্প্রচার স্বত্ব নিয়ে বিরাট ধাক্কা খেয়েছে তারা।
রিলায়ান্সের জিওস্টারের সঙ্গে আইসিসির ২০২৪-২০২৭ সাল পর্যন্ত চার বছরের সম্প্রচার চুক্তি ছিল। সেই চুক্তি অনুযায়ী প্রতি বছর আইসিসি পেত ৩০০ কোটি ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩৬,৬৮৮ কোটি টাকা)। কিন্তু হঠাৎ জিওস্টার চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, আর মাত্র দুই বছর বাকি থাকতেই তারা চুক্তি বাতিল করছে। এমনটায় জানায় দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে।
আইসিসিকে এখন নতুন ক্রেতা খুঁজতে হচ্ছে। কিন্তু কেউ এত বড় অঙ্কের টাকা দিতে রাজি হচ্ছে না। যে নতুন চুক্তির কথা উঠেছে (২০২৬-২০২৯), তাতে প্রতি বছর পাওয়া যাবে মাত্র ২৪০ কোটি ডলার (প্রায় ২৯,৩৫০ কোটি টাকা)। অর্থাৎ আগের চুক্তির তুলনায় প্রতি বছর ৬০ কোটি ডলার কম, মানে বাংলাদেশি টাকায় প্রায় ৭,৩৩৮ কোটি টাকা ক্ষতি!
ভারত সরকার রিয়েল মানি গেমিং অ্যাপগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। ড্রিম১১, মাইইলেভেন সার্কেলের মতো বড় বড় অ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় জিওস্টারের বিজ্ঞাপন থেকে আয় কমে গেছে প্রায় ৭,০০০ কোটি রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৯,৫০০ কোটি টাকা)। ফলে তাদের খরচও দ্বিগুণ বেড়ে গেছে। এই কারণে তারা আর এত বড় চুক্তি চালিয়ে নিতে পারছে না।
এখন আইসিসি সনি, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের সঙ্গে কথা বলা হয়েছে, কিন্তু কেউ রাজি হয়নি। যদি নতুন ক্রেতা না পাওয়া যায়, তাহলে জিওস্টারকে বাধ্য হয়েই ২০২৭ পর্যন্ত চুক্তি চালিয়ে যেতে হবে।
উল্লেখ্য, ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল হবে ৮ মার্চ। যদি পাকিস্তান ফাইনালে ওঠে তাহলে ফাইনাল শ্রীলঙ্কায়, না হলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।