images

স্পোর্টস / ক্রিকেট

গর্ভধারণের দাবিতে সনকে ব্ল্যাকমেইল, ৪ বছরের জেল নারীর

স্পোর্টস ডেস্ক

০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ পিএম

দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন হিউং মিনকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করার অভিযোগে দুই জনকে কারাদণ্ড দিয়েছে সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট। দীর্ঘদিন গোপনে প্রতারণার শিকার হলেও প্রথমবার সম্মানের কথা ভেবে বিষয়টি প্রকাশ করেননি সন। তবে দ্বিতীয়বার প্রতারণার শিকার হওয়ার পর আর চুপ করে থাকেননি তিনি। পুলিশের সহায়তায় দুজনকেই গ্রেপ্তার করান সন।

প্রতারকদের একজন ২০ বছর বয়সী এক তরুণী, নাম ইয়াং। তিনি সনের কাছে ভ্রূণের আল্ট্রাসাউন্ডের ছবি পাঠিয়ে দাবি করেন, সেই সন্তানের বাবা সন হিউং মিন। বিষয়টি যেন প্রকাশ্যে না আসে, সে ভয়ে ইয়াংকে ৩০০ মিলিয়ন কোরিয়ান ওন প্রায় ২ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় আড়াই কোটি) দেন সাবেক টটেনহাম ফরোয়ার্ড।

কিন্তু এখানেই থামেননি ইয়াং। পরে তার প্রেমিক ইওংকে সঙ্গে নিয়ে সনের কাছে আরও ৭ কোটি ওন দাবি করেন। এ পর্যায়ে সন আর ছাড় দেননি। তিনি দ্রুত পুলিশকে খবর দেন, এবং দুজনকেই গ্রেপ্তার করা হয়।

আদালত ইয়াংকে প্রতারণার দায়ে ৪ বছরের কারাদণ্ড এবং তার প্রেমিক ইওংকে সহযোগিতার জন্য ২ বছরের কারাদণ্ড দিয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত মাসে আদালতে ব্যক্তিগতভাবে হাজির হয়ে নিজের জবানবন্দী দিয়েছেন সন।

বিচারক ইম জিওং বিন রায়ে বলেছেন, ইয়াং ও ইওং শুধু অর্থ দাবি করেই থেমে থাকেননি। তারা সংবাদমাধ্যম ও বিজ্ঞাপন সংস্থাগুলোকেও বিষয়টি জানাতে চেয়েছিল, যাতে সনের সুনাম নষ্ট হয়। ফলে এই শাস্তি দেওয়া ছাড়া উপায় ছিল না। বিচারকের মতে, এই ঘটনা সনকে প্রচণ্ড চাপ ও মানসিক যন্ত্রণার মধ্যে ফেলেছিল।

ইয়াং আদালতে দাবি করেছিলেন যে ভ্রূণটি সত্যিই সনের সন্তান বলে তিনি বিশ্বাস করেছিলেন। কিন্তু বিচারক তার বক্তব্যকে অসঙ্গতিপূর্ণ ও অবিশ্বস্ত হিসেবে উল্লেখ করে বলেন, ইয়াং কখনোই যাচাই করেননি ভ্রূণের প্রকৃত পিতৃত্ব। তাই তার যুক্তি গ্রহণযোগ্য নয়।

সনের মতো বিশ্বখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে প্রতারণা চালানোর চেষ্টা করায় আদালত কঠোর অবস্থান নেয়। ফলে শেষ পর্যন্ত কারাদণ্ডই হয়েছে দুই প্রতারকের।

সূত্র- সাউথ চায়না মর্নিং পোস্ট, ফক্স স্পোর্টস, বিবিসি