স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) নতুন চক্রে দুর্দান্ত শুরু করেছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারানোর পর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও দৃঢ় করেছে প্যাট কামিন্সের দল।
টেস্ট চ্যাম্পিয়নশিপে শুরু থেকেই এগিয়ে অস্ট্রেলিয়া। আগের দুই চক্রের একটিতে (২০২১-২৩) ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। গত চক্র (২০২৩–২৫) ফাইনালেও মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
নতুন চক্রে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই জয় পেয়েছে অজিরা, পয়েন্ট ১০০ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা খেলেছে চার ম্যাচ; তিন জয়ে তাদের পয়েন্ট ৭৫ শতাংশ।
তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা (৬৬.৬৭%)। দুই ম্যাচে এক জয়, এক ড্র। চতুর্থস্থানে পাকিস্তান (৫০%)। দুই ম্যাচে এক জয়, এক হার। পঞ্চম স্থানে ভারত; সবচেয়ে বেশি নয়টি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে রোহিত শর্মার দল, পয়েন্ট ৪৮.১৫ শতাংশ।
ষষ্ঠ স্থানে আছে নিউজিল্যান্ড, একমাত্র ম্যাচটি ড্র করায় তাদের পয়েন্ট ৩৩.৩৩ শতাংশ। সপ্তম স্থানে ইংল্যান্ড, সাত ম্যাচে দুই জয়ে পয়েন্ট ৩০.৯৫ শতাংশ। বাংলাদেশ রয়েছে অষ্টম স্থানে। দুই ম্যাচে এক ড্র, এক হারে তাদের পয়েন্ট ১৬.৬৭ শতাংশ। তালিকার শেষের দিকে নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ; ছয় ম্যাচে পাঁচ হার ও এক ড্রয়ে তাদের পয়েন্ট মাত্র ৫.৫৬ শতাংশ।