স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম
ব্রিসবেনের গাবা মাঠে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। মাত্র ৬৫ রানের সহজ লক্ষ্য তারা তুলে নিয়েছে ৮ উইকেট হাতে রেখেই।
রোববার (৭ ডিসেম্বর) চতুর্থ দিনের শুরুতে ৬ উইকেটে ১৩৪ রান নিয়ে খেলতে নামে ইংল্যান্ড। বেন স্টোকস ও উইল জ্যাকস দুজনেই ছিলেন ৪ রানে। এই দুই ব্যাটার প্রথম সেশনে দারুণ প্রতিরোধ গড়েন এবং কোনো উইকেট পড়তে দেননি। সপ্তম উইকেটে তারা যোগ করেন ৯৬ রানের গুরুত্বপূর্ণ জুটি।
কিন্তু লাঞ্চের পর জুটি ভাঙতেই ধস নামে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে। ৪৭ রান করা জ্যাকস আউট হওয়ার পর বাকি ৪ উইকেট পড়ে মাত্র ১৭ রানের ব্যবধানে। পুরো দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অলআউট হয় ২৪১ রানে। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুটো ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ২২ ও মার্নাস লাবুশেন মাত্র ৩ রান করে ফেরেন গাস অ্যাটকিনসনের শিকার হয়ে। কিন্তু এরপর আর কোনো নড়বড়ে হয়নি অজিরা। অধিনায়ক স্টিভ স্মিথ মাত্র ৯ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১৭ রানে অপরাজিত থাকেন জেক ওয়েদারাল্ড।
এর আগে প্রথম ইনিংসে জো রুটের অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি (১১৪) সত্ত্বেও ইংল্যান্ড থামে ৩৩৪ রানে। জবাবে অস্ট্রেলিয়া পাঁচটি ফিফটি ও মিচেল স্টার্কের আগ্রাসী ৭৭ রানের সুবাদে করে ৫১১ রান। প্রথম ইনিংসে লিড নেয় ১৭৭ রানের।
এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২-০তে এগিয়ে। পরের টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর অ্যাডিলেডে।