স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়ার একাদশে জায়গা হয়নি নাথান লায়নের। এ নিয়ে ব্যাপক হতাশ অস্ট্রেলিয়ান এই স্পিনার। তিনি বলেছেন, বাদ পড়ার সিদ্ধান্তে তিনি "একেবারে ক্ষুব্ধ"।
ব্রিসবেনে ডে–নাইট টেস্টে অস্ট্রেলিয়া নামছে অল–পেস আক্রমণ নিয়ে, তাই বাদ পড়েছেন ১৪০ টেস্ট খেলা এই অভিজ্ঞ অফ স্পিনার। আরও কঠিন বিষয়- টসের মাত্র দুই ঘণ্টা আগে তাকে জানানো হয় সিদ্ধান্তটি। ২০১২ সালের পর এটাই প্রথমবার ঘরের মাঠে কোনো টেস্টে খেলছেন না লায়ন। তার জায়গায় দলে এসেছেন ডানহাতি পেসার মাইকেল নেসার।
"একেবারে ক্ষুব্ধ," অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেনকে বলেন ৩৮ বছর বয়সী লায়ন। এসময় প্রথম দিনের শেষে ইংল্যান্ড ৩২৫-৯ এ ছিল। "আমি এখন কিছুই করতে পারছি না। শুধু চেষ্টা করছি যেন দলের সবাইকে ঠিকভাবে প্রস্তুত করে দিতে পারি এবং যেটুকু করতে পারি, করে দল যেন ভালো ফল পায়।"
প্রথম টেস্টে পার্থে দুই দিনে শেষ হওয়া ম্যাচে মাত্র দুই ওভার বল করেছিলেন লায়ন। বাদ পড়ার সিদ্ধান্ত নিয়ে প্রধান নির্বাচক জর্জ বেইলির সঙ্গে কথোপকথনকে তিনি বর্ণনা করেছেন "খুবই সংক্ষিপ্ত" হিসেবে। "সত্যি বলতে, আমি এখনো কোচ রনি (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) বা জর্জের সঙ্গে ঠিকমতো বসে কথা বলিনি," লায়নের ভাষ্য।
"আমি নিজের ভেতরটা আগে একটু স্বাভাবিক করতে চাই। এরপর ছেলেদের যেভাবে সাহায্য করা যায়, সেটা করব যাতে মাঠে যে দলটা অস্ট্রেলিয়ার হয়ে লড়ছে, তারা সেরা ফল বের করে আনতে পারে।" লায়ন সাধারণত ঘরের মাঠে দারুণ কার্যকর। ৫৬২ টেস্ট উইকেটের মধ্যে ২৬৮টিই তিনি পেয়েছেন অস্ট্রেলিয়ায়- গড় ৩১.১১। তাই তিনি বিশ্বাস করেন, এই ম্যাচেও তিনি বড় ভূমিকা রাখতে পারতেন।
"বাদ পড়াটা খুব কষ্টের, কারণ আমি জানি অস্ট্রেলিয়ান দলের জন্য আমি কী করতে পারি, বিশেষ করে এই উইকেটে," বলেন তিনি।