images

স্পোর্টস / ফুটবল

এগিয়ে গিয়েও জিততে না পারায় হতাশ ম্যানইউ কোচ

স্পোর্টস ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম

প্রথমে গোল করে এগিয়ে গিয়েও গতকাল ওয়েস্ট হ্যামে বিপক্ষে ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। কোচ রুবেন আমোরিম অভিযোগ করেছেন, তার দল এখনও সেই ‘কিলার ইনস্টিংক্ট’ অর্জন করতে পারেনি। তাই ওয়েস্ট হামের মতো নিচের দিকের দলের বিরুদ্ধে লিড নিয়েও জয় ধরে রাখতে ব্যর্থ হয়েছে তারা। বৃহস্পতিবারের ম্যাচে ১–১ গোলের ড্র ইউনাইটেডকে আরও পিছিয়ে দিয়েছে।

ইউনাইটেড এখন প্রিমিয়ার লিগের অষ্টম স্থানে, টপ ফোর থেকে মাত্র দুই পয়েন্ট দূরে। তবু অবস্থান আরও অনেক ভালো হতে পারত যদি সাম্প্রতিক সপ্তাহগুলোতে টটেনহাম ও নটিংহাম ফরেস্টের বিপক্ষে লিড হাতছাড়া না করত। এর আগে ওল্ড ট্র্যাফোর্ডে ১০ জন নিয়ে খেলতে থাকা এভারটনের বিপক্ষেও ১–০ গোলের হতাশাজনক হার রয়েছে।

ম্যাচের পর আমোরিম বললেন, “বল নিয়ন্ত্রণে রেখে ম্যাচটা শেষ করা উচিত ছিল। জেতার মতোই অবস্থা ছিল আমাদের।”

তিনি আরও বলেন, “খেলা পুরো নিয়ন্ত্রণে ছিল। আমরা জানতাম, বক্সের বাইরে বেশি দূরেই ডিফেন্ড করতে হবে কারণ সেট-পিস যে কোনো সময় বিপদ ডেকে আনতে পারে। কিন্তু আমরা সেটা করতে পারিনি, বল ধরে রাখতে পারিনি। আর এই কারণেই আবারও দুই পয়েন্ট হারালাম।”

ঘণ্টা পার হওয়ার আগেই দিয়োগো দালোট ইউনাইটেডকে লিড এনে দেন। কিন্তু শেষ মুহূর্তের আগেই, ৮৩তম মিনিটে কর্নার থেকে স্যুঙউতু মাগাসার গোল আমোরিমের হতাশা আরও বাড়ায়।

সামগ্রিক পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট নন আমোরিম। “পারফরম্যান্স নিখুঁত ছিল না। কিছু সময় আমরা ভালো খেলেছি, কিন্তু প্রথমার্ধের কয়েকটা মুহূর্ত আর দ্বিতীয়ার্ধ —বিশেষ করে গোলের পর আমরা নিয়ন্ত্রণ হারিয়েছি,” বলেন ইউনাইটেড কোচ। শেষে নিজের হতাশা পরিষ্কার করে বলেন, “খেলাটা দেখলে স্পষ্ট- সবকিছু আমাদের নিয়ন্ত্রণেই ছিল। তবুও আমরা জিততে পারিনি, যা সত্যিই হতাশার।”