স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবার কড়া অবস্থান নিয়েছে। আগে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটাররা আইপিএল ছাড়া অন্য ঘরোয়া টুর্নামেন্টে খেলতেন না। এবার বোর্ডের নির্দেশে তাঁদের ঘরোয়া ক্রিকেটে ফিরতে হচ্ছে। কোহলি খেলবেন বিজয় হাজারে ট্রফিতে, আর রোহিত দেখা দেবেন সৈয়দ মুশতাক আলী ট্রফির নকআউট পর্বে।
বর্তমানে রোহিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছেন। বিশাখাপত্তনমে শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের পর তিনি ইন্দোরে গিয়ে মুম্বাইয়ের হয়ে সৈয়দ মুশতাক আলীর নকআউটে অংশ নেবেন। সর্বশেষ তিনি এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছিলেন ২০১২ সালে, তখনও মুম্বাইয়ের জার্সিতে।
এবারের আসরে মুম্বাই ৫ ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে এবং ‘এ’ গ্রুপে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৬ ও ৮ ডিসেম্বর দলটি লিগ পর্বে ছত্তিশগড় ও ওডিশার বিপক্ষে খেলবে লক্ষ্ণৌতে। এরপর ১২–১৮ ডিসেম্বর ইন্দোরে হতে পারে নকআউট পর্বের ম্যাচগুলো। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সূত্র জানায়, রোহিত নিজেই দলের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন।
রোহিতের মতো বিরাট কোহলিও টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। সামনে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। বয়স ৩৭-এর কোহলি ও ৩৮-এর রোহিত সম্ভবত ওই আসরের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন, এমনটাই ক্রিকেট মহলের ধারণা। তাই নির্বাচকেরা চান তাঁরা নিয়মিত ক্রিকেটে থাকুন, যাতে ফর্ম ও ম্যাচ ফিটনেস দুটোই বজায় থাকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে দুর্দান্ত খেলছেন কোহলি। প্রথম দুই ওয়ানডেতেই করেছেন পরপর দুটি সেঞ্চুরি ১৩৫ ও ১০৫ রান। ওয়ানডেতে তাঁর সেঞ্চুরি সংখ্যা এখন ৫৩, আর আন্তর্জাতিক ক্রিকেটে মোট সেঞ্চুরি ৮৪। তবু দ্বিতীয় ম্যাচে তাঁর সেঞ্চুরি সত্ত্বেও ভারত হেরে যায়; ম্যাচসেরা হন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম (১১০ রান)।