images

স্পোর্টস / ক্রিকেট

ওয়াসিম আকরামকে টপকে ইতিহাসের সীমানা পেরিয়ে মিচেল স্টার্ক

স্পোর্টস ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম

ব্রিসবেনের গ্যাবা মাঠে চলছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দিবারাত্রি টেস্ট। টি-ব্রেকের পর যখন মিচেল স্টার্ক বল হাতে ফিরলেন, তখনও কেউ জানত না যে, পরের কয়েক মিনিটেই ক্রিকেট ইতিহাসে নতুন একটা পাতা উল্টে যাবে।

দ্বিতীয় বল। হ্যারি ব্রুক একটা বড় ড্রাইভ মারতে গেলেন। বল ব্যাটের বাইরের কানা ছুঁয়ে আকাশে উঠল। স্লিপে দাঁড়ানো স্টিভ স্মিথ মাথার ওপর দিয়ে সহজেই ক্যাচটা তুলে নিলেন। আর সেই সঙ্গে স্টার্কের নামের পাশে জ্বলে উঠল ৪১৫তম টেস্ট উইকেট!

আর এই একটা উইকেটেই তিনি ছাড়িয়ে গেলেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামকে। এত দিন বাঁহাতি ফাস্ট বোলারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট উইকেট (৪১৪) ছিল ওয়াসিমের দখলে। এখন সেই জায়গায় অস্ট্রেলিয়ার ৩৬ বছর বয়সি পেসার মিচেল স্টার্ক।

এদিন ম্যাচের শুরু থেকেই স্টার্ক যেন আগুন ঝরাচ্ছিলেন। প্রথম ওভারেই বেন ডাকেটকে আউট। পরের ওভারে অলি পোপকে বোল্ড করে ওয়াসিমের পাশে এসে দাঁড়ান। আর টি-ব্রেকের পর হ্যারি ব্রুকের উইকেট নিয়ে একেবারে শীর্ষে!

তবে একটা জায়গায় ওয়াসিম এখনও এগিয়ে। ওয়াসিম ৪১৪ উইকেট নিয়েছিলেন মাত্র ১০৪ ম্যাচে (১৮১ ইনিংস)। স্টার্কের লেগেছে ১০২ ম্যাচে ১৯৫ ইনিংস। অর্থাৎ কম ম্যাচে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে ওয়াসিমের রেকর্ড এখনও অক্ষত।

কিন্তু সামনে আরও বড় স্বপ্ন দেখছেন স্টার্ক। বাঁহাতি বোলারদের (স্পিন-পেস মিলিয়ে) সর্বোচ্চ উইকেটের রেকর্ডটা এখন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের দখলে ৪৩৩ উইকেট। স্টার্কের থেকে মাত্র ১৮ উইকেট এগিয়ে। যে ফর্মে আছেন স্টার্ক, অল্প কয়েক মাসের মধ্যেই হয়তো সেই রেকর্ডটাও নিজের করে নেবেন তিনি।