images

স্পোর্টস / অন্যান্য

আমিরুল-রকির হ্যাটট্রিকে বিশ্বকাপে প্রথম জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম

ভারতের মাদুরাইতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স সত্যিই চোখ ধাঁধানো। গ্রুপ পর্বে শক্তিশালী দলের সঙ্গে লড়াই করার পর এবার স্থান নির্ধারণী ম্যাচেও লাল-সবুজের প্রতিনিধিরা দারুণ ছাপ ফেলেছে। ওমানকে ১৩-০ গোলে হারিয়ে বাংলাদেশের হকিপ্রেমীরা আনন্দে মাতোয়ারা।

এই জয়ে দলের দুই তারকা খেলোয়াড় আমিরুল ইসলাম ও রকিবুল হাসান হ্যাটট্রিক করেছেন। প্রথমার্ধেই বাংলাদেশ ৫-০ গোলে এগিয়ে যায়। ম্যাচের ১১ এবং ১৫ মিনিটে তিনটি গোল আসে, সবই পেনাল্টি কর্নার থেকে, যেখানে তিন গোলই করেছে আমিরুল ইসলাম। এ জয়ে বিশ্বকাপে তার হ্যাটট্রিকের সংখ্যা তিনে পৌঁছেছে। ১৯ ও ২৫ মিনিটে রকিবুল হাসান দুইটি গোল করেন, যা আসে আক্রমণ থেকে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের আক্রমণ আরও তীব্র হয়। ৩৩ মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহ আক্রমণ থেকে গোল করেন। পরের মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে নিজের চতুর্থ ও দলের সপ্তম গোল করেন। ৪০ মিনিটে ওবায়দুল জয় আক্রমণ থেকে দলের জন্য গোল তুলে দেন।

ম্যাচের ৪৭ মিনিটে নবম গোল আসে, যা রকিবুল হাসান আক্রমণ থেকে করেন এবং তার হ্যাটট্রিক পূর্ণ হয়। একই মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহ আক্রমণ থেকে দশম গোল করেন। ৫১ মিনিটে মোহাম্মদ সাজু পেনাল্টি কর্নার থেকে গোল করেন। দুই মিনিট পর আমিরুল ইসলাম নিজের পঞ্চম গোল করেন এবং ১২-০ এগিয়ে নেন। ম্যাচের শেষ মিনিটে মোহাম্মদ সাজু আরও একটি পেনাল্টি কর্নার থেকে গোল করে ওমানকে ১৩-০ গোলে হারানোর আনন্দ নিশ্চিত করেন।