images

স্পোর্টস / ফুটবল

বিশ্বকাপ সামনে রেখে মেসির বিশেষ বার্তা, জানালেন সেরা কোচের নাম

স্পোর্টস ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পিএম

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি আবারও প্রশংসায় ভাসালেন সাবেক বার্সেলোনা কোচ পেপ গার্দিওলাকে। ইএসপিএনের ‘স্পোর্টসসেন্টার’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, তাঁর ক্যারিয়ারের সেরা কোচ হলেন গার্দিওলা।

মেসির মতে, গার্দিওলার কোচিং ধারণা, খেলার বিশ্লেষণ এবং খেলোয়াড়দের সঙ্গে পরিকল্পনা ভাগ করে নেওয়ার ক্ষমতা অসাধারণ। তিনি বলেন, ‘অনেক ভালো কোচ আছেন, কিন্তু গার্দিওলার মতো কেউ নেই। আমার কাছে তিনিই ইতিহাসের সেরা কোচ।’

বার্সেলোনায় গার্দিওলার অধীনে কাটানো দিনগুলো স্মরণ করে মেসি জানান, তখন দল ও কোচের মধ্যে দারুণ বোঝাপড়া তৈরি হয়েছিল, যা বার্সেলোনাকে ইতিহাসের অন্যতম সেরা দলে পরিণত করেছিল। শুধু বার্সেলোনা নয়, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটিতেও গার্দিওলার প্রভাব স্পষ্ট। সেখানে তিনি শুধু ট্রফিই জেতেননি, দলের খেলাধুলার ধরনও বদলে দিয়েছেন।

মেসি জানান, প্রথমে গার্দিওলার সঙ্গে বিশেষ পরিচয় না থাকলেও, বার্সেলোনার কোচ হওয়ার পরই তাদের সম্পর্ক গভীর হয় এবং সেখান থেকেই শুরু হয় সাফল্যের গল্প।

সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপ নিয়েও কথা বলেন মেসি। তিনি বলেন, ‘আর্জেন্টিনা আবারও চেষ্টা করবে শিরোপার জন্য লড়াই করতে। তবে তাঁর সতর্ক বার্তা, বিশ্বকাপ খুব কঠিন প্রতিযোগিতা, ছোট ভুলেই সব শেষ হয়ে যেতে পারে।’