images

স্পোর্টস / ক্রিকেট

বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে পাকিস্তানের হাই-প্রোফাইল ক্রিকেটারদের প্রতি আগ্রহ কম দেখা গেলেও সরাসরি চুক্তির মাধ্যমে বেশ কয়েকজন তারকা দল পেয়েছেন। তবে ক্রিকবাজ জানিয়েছে, ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে এই পাকিস্তানি তারকারা বিপিএলের পুরো মৌসুম খেলতে নাও পারেন। এতে ফ্র্যাঞ্চাইজিগুলো দুশ্চিন্তায় পড়েছে এবং বিকল্প খেলোয়াড় খোঁজার চেষ্টা শুরু করেছে।

একটি ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তার মতে, জানুয়ারির মাঝামাঝি শ্রীলঙ্কা সফর এবং মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থাকায় পাকিস্তানি ক্রিকেটাররা পুরো বিপিএলে থাকতে পারবেন না। বিপিএলের সূচি ২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত, যা পাকিস্তানের এই সিরিজগুলোর সঙ্গে সাংঘর্ষিক। অথচ এটি বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির শেষ সুযোগ।

পাকিস্তান ৭, ৯ ও ১১ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে এবং বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে সেখানে ক্যাম্পও করবে। জানুয়ারির শেষ সপ্তাহে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এরপরই দলটি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কায় যাবে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত, শ্রীলঙ্কা ও ভারতে।

বিপিএলে চুক্তিবদ্ধ পাকিস্তানি ক্রিকেটারদের তালিকায় আছেন সাইম আয়ুব, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, উসমান খান, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহসহ আরও অনেকে।

পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, এনওসি না দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি; আবেদনগুলো পর্যালোচনা করা হচ্ছে। তবে জাতীয় দায়িত্ব থাকলে এনওসি দেওয়া হবে না, এটা বিশ্বজুড়েই প্রচলিত নিয়ম।

ধারণা করা হচ্ছে, সিরিজগুলোর ফাঁকে কিছু খেলোয়াড় আংশিকভাবে বিপিএলে খেলতে পারেন। আবার যারা বিশ্বকাপের মূল পরিকল্পনায় নেই, তারাও সুযোগ পেতে পারেন।