স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের মধ্যে এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে ৪২টি। আগামী মার্চে প্লে–অফের মাধ্যমে বাকি ছয় দল নির্ধারিত হলে সম্পূর্ণ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসরের দল তালিকা। চারবারের চ্যাম্পিয়ন ইতালিকে ছাড়াই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে শুক্রবার, ওয়াশিংটন ডিসিতে।
ড্রয়ের আগে বিশ্বকাপ নিয়ে প্রথম ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টা। বিভিন্ন দলের সাম্প্রতিক পারফরম্যান্স, ইতিহাস, স্কোয়াডের শক্তি ও ডেটা বিশ্লেষণ করে তাদের সুপার কম্পিউটার তুলে ধরেছে শিরোপাজয়ের সম্ভাবনার তালিকা। আর সেই তালিকায় সবার ওপরে জায়গা করে নিয়েছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন।
মাত্র এক বছর আগে অপরাজিত থেকে ইউরো জেতা স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৭ শতাংশ। টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকা লামিন ইয়ামাল–রাসদের পারফরম্যান্সই তাদের এ তালিকার শীর্ষে তুলে দিয়েছে।
দ্বিতীয় স্থানে আছে কিলিয়ান এমবাপের ফ্রান্স। ২০১৮-এর চ্যাম্পিয়ন এবং ২০২২-এর রানার্সআপদের শিরোপা জয়ের সম্ভাবনা ১৪.১ শতাংশ। স্কোয়াডে আছেন ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলেও।
তৃতীয় স্থানে ১১.৮ শতাংশ সম্ভাবনা নিয়ে ইংল্যান্ড। বাছাইপর্বে আট ম্যাচে আট জয় এবং কোনো গোল না খাওয়া তাদের শক্তির প্রমাণ।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে চতুর্থ স্থানে, সম্ভাবনা ৮.৭ শতাংশ। ১৯৬২ সালের পর কোনো দল টানা দুইবার বিশ্বকাপ জিততে না পারায় লিওনেল মেসিদের সামনে চ্যালেঞ্জ কঠিনই। তবে মেসির উপস্থিতি যে সব হিসাব বদলে দিতে পারে, এ কথাও বলছে বিশ্লেষকেরা।
পঞ্চম স্থানে জার্মানি (৭.১ শতাংশ)। এরপর ষষ্ঠ স্থানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল (৬.৬ শতাংশ)। সপ্তম স্থানে ৫.৬ শতাংশ সম্ভাবনা নিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শীর্ষ দশের বাকি তিন দল নেদারল্যান্ডস, নরওয়ে ও কলম্বিয়া।
অপ্টার পূর্বাভাসে তিনটি দেশের শিরোপাজয়ের সম্ভাবনা প্রায় শূন্য- জর্ডান, কুরাসাও ও হাইতি। ড্রয়ের আগে অপ্টার এই পূর্বাভাস ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়িয়েছে টুর্নামেন্ট–উত্তেজনা। তবে মাঠের লড়াইয়ে কতটা মিলবে সুপার কম্পিউটারের এই ভবিষ্যদ্বাণীর সঙ্গে, তা জানা যাবে ২০২৬ সালের গ্রীষ্মে।