স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৫, ১০:৩১ এএম
শততম টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। জর্ডান নেইলের ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে তিনি পূর্ণ করেন নিজের সেঞ্চুরি। টেস্ট ইতিহাসে এটি মাত্র ১১তম ঘটনা, শততম ম্যাচে সেঞ্চুরি। আর এই তালিকায় প্রথম বাংলাদেশি হিসেবে নাম লিখিয়েছেন মুশফিক।
এর আগে দিনের চতুর্থ বলে লেগ–বিফোরের জোরালো আবেদন থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি। পরের বলও ব্যাটের কানায় না লাগায় একটু দুশ্চিন্তা বাড়লেও সাবলীলভাবেই এগিয়ে যান অভিজ্ঞ এই ব্যাটার।
সেঞ্চুরি করা মাত্রই আরেকটি রেকর্ডে ভাগ বসান মুশফিক। বাংলাদেশের হয়ে এখন সর্বোচ্চ ১৩টি টেস্ট সেঞ্চুরির মালিক তিনি, সমান সেঞ্চুরি রয়েছে মুমিনুল হকেরও।
দলের চাপের সময়েই ইনিংস শুরু করেছিলেন মুশফিক। প্রথম দিন ৯৫ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপেই ছিল বাংলাদেশ। সেখান থেকে প্রথমে মুমিনুল হকের সঙ্গে ১০৭ রানের জুটি গড়ে দলকে স্বস্তি দেন তিনি। পরে লিটন দাসের সঙ্গেও আরেকটি উল্লেখযোগ্য জুটি গড়ে ইনিংসকে এগিয়ে নেন।
শেষ পর্যন্ত ১৯৫ বল খেলে ৫ চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিকুর রহিম, যা তাকে এনে দিয়েছে নতুন ইতিহাসের আসন।
শততম টেস্টে সেঞ্চুরি করা বিশ্ব ক্রিকেটারদের এলিট তালিকা
মুশফিকের এই শতক তাঁকে বিশ্বের ইতিহাসে একাদশতম ক্রিকেটার হিসেবে স্থান দিয়েছে, যিনি নিজের শততম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করার বিরল কীর্তি অর্জন করলেন। এই এলিট ক্লাবে তিনি যুক্ত হলেন নিচের কিংবদন্তী ক্রিকেটারদের সঙ্গে।
|
খেলোয়াড় |
প্রতিপক্ষ |
বছর |
|
কলিন কাউড্রে |
অস্ট্রেলিয়া |
১৯৬৮ |
|
জাভেদ মিয়াঁদাদ |
ভারত |
১৯৮৯ |
|
গর্ডন গ্রীনিজ |
ইংল্যান্ড |
১৯৯০ |
|
অ্যালেক স্টুয়ার্ট |
ওয়েস্ট ইন্ডিজ |
২০০০ |
|
ইনজামাম উল হক |
ভারত |
২০০৫ |
|
রিকি পন্টিং |
দক্ষিণ আফ্রিকা |
২০০৬ |
|
গ্রেম স্মিথ |
ইংল্যান্ড |
২০১২ |
|
হাশিম আমলা |
শ্রীলঙ্কা |
২০১৭ |
|
জো রুট |
ভারত |
২০২১ |
|
ডেভিড ওয়ার্নার |
দক্ষিণ আফ্রিকা |
২০২২ |
|
মুশফিকুর রহিম |
আয়ারল্যান্ড |
২০২৫ |