স্পোর্টস ডেস্ক
০৫ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজ দিয়েই আবার ভারতের টেস্ট দলে ফিরছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত। আগামী ১৪ নভেম্বর কলকাতায় শুরু হতে যাচ্ছে সিরিজটি।
ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, বুধবার অনুষ্ঠিত নির্বাচক কমিটির বৈঠকে পন্তের নাম নিশ্চিত করা হয়। এন জগদীশনকে বাদ দিয়েই মূলত এই একটিমাত্র পরিবর্তন আসছে দলে। জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে পায়ের চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে ছিলেন পন্ত। সেই চোটের কারণেই তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের আগের টেস্ট সিরিজে খেলতে পারেননি।
তবে সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিপক্ষে চার দিনের ম্যাচে নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন তিনি পুরোপুরি ফিট। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে অনুষ্ঠিত সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৯০ রানের ইনিংস খেলেন তিনি, যেখানে ভারত ‘এ’ ২৭৫ রানের লক্ষ্য তাড়া করে জয়ের মুখ দেখে।
ভারতের টেস্ট অধিনায়ক শুভমন গিল, জাসপ্রিত বুমরা, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর বর্তমানে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত আছেন। ৮ নভেম্বর পাঁচ ম্যাচের সিরিজ শেষ হলে তারা টেস্ট দলে যোগ দেবেন। অন্যদিকে কুলদীপ যাদবকে হোবার্টে তৃতীয় টি-টোয়েন্টির পরই ছাড়পত্র দেওয়া হয়েছে, যাতে তিনি দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে (৬ নভেম্বর শুরু) খেলে টেস্টের প্রস্তুতি নিতে পারেন।
ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে ১৪ নভেম্বর কলকাতায়, আর দ্বিতীয়টি ২২ নভেম্বর গুয়াহাটিতে, যেখানে এই প্রথমবার টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ৬১.৯০ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে আছে ভারত। দক্ষিণ আফ্রিকা আছে পঞ্চম স্থানে, ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে, যারা শেষবার পাকিস্তানে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেছিল।