images

স্পোর্টস / ক্রিকেট

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক

৩০ অক্টোবর ২০২৫, ০১:০৬ পিএম

সদ্য শেষ হওয়া এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পর ইনজুরিতে পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইনজুরি কাটিয়ে আসন্ন বিপিএল সামনে রেখে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে তার আগেই নতুন বিপদে পড়লেন তিনি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন মাহমুদউল্লাহ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ।

জনা যায়, জ্বর নিয়ে ৩-৪ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদউল্লাহ। তবে এখন তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে আছে।

চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। শারীরিক অবস্থা উন্নতি হলে শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া দেওয়া হবে বলে জানা গেছে।

mahamudulha_riyad

এদিকে, তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ফেসবুকে পোস্ট করেন মিষ্টি। তিনি লেখেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন।”

তিনি আরও লেখেন, “সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।”