স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২৫, ০১:৩০ পিএম
রিয়াল মাদ্রিদে দিন ভালো কাটছে না ভিনিসিয়ুস জুনিয়রের। স্প্যানিশ দৈনিক এএস-এর খবরে জানা গেছে, নতুন কোচ জাবি আলোনসোর অধীনে নিজের অবস্থান নিয়ে ক্রমেই হতাশ হচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা। এল ক্লাসিকোতে ৭২তম মিনিটে বদলি হয়ে যাওয়ার পর থেকেই নাকি তার বিরক্তি তুঙ্গে।
রোববার বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে এগিয়ে থাকা অবস্থায় আলোনসো ভিনিসিয়ুসকে তুলে নেন, নামান রদ্রিগোকে। মাঠ ছাড়ার সময়েই প্রকাশ্যে দেখা যায় তার অসন্তোষ। রিপোর্টে বলা হয়েছে, তিনি চিৎকার করে বলেছিলেন, “সবসময় আমিই!” এরপর নাকি ডাগআউটে গিয়ে বলেন, “আমি দল ছাড়ছি, এটাই ভালো হবে, আমি চলে যাচ্ছি।”
২৫ বছর বয়সী ভিনিসিয়ুস মনে করছেন, রিয়াল মাদ্রিদে তিনি প্রাপ্য সম্মান পাচ্ছেন না। গত বছর প্রায় ব্যালন ডি’অর জেতা এই ফরোয়ার্ড এখন আলোনসোর চোখে আর ‘অস্পৃশ্য’ নন। অর্থাৎ প্রয়োজনে তাকেও বাদ দেওয়া যেতে পারে।
ম্যাচের পরও ভিনিসিয়ুস বিষয়টি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “আমি সব মাদ্রিদ সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে যারা বার্নাব্যুতে এসে আমাদের উৎসাহ দিয়েছেন। ক্লাসিকো সবসময়ই তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচ, মাঠের ভেতরে-বাইরে অনেক কিছুই ঘটে। আমরা ভারসাম্য রাখার চেষ্টা করি, কিন্তু সবসময় তা সম্ভব হয় না। আমরা কাউকে- না তরুণ খেলোয়াড়দের, না সমর্থকদের অপমান করতে চাইনি। আমরা জানি, মাঠে নামলে আমাদের দায়িত্ব থাকে, আর আজ আমরা সেটাই করেছি। হালা মাদ্রিদ।”
রিয়াল কোচ জাবি আলোনসো পরে জানান, সিদ্ধান্তটা তিনি একটু পরে নিতে পারতেন, তবে তখন দলের নিয়ন্ত্রণ ধরে রাখতে নতুন শক্তি দরকার ছিল।
আলোনসো বলেন, “ভিনিসিয়ুসের একটাই জিনিসের অভাব ছিল- একটা গোল। ঠিক যখন সে সবচেয়ে ভালো খেলছিল, তখনই আমি তাকে তুলে নিই। হয়তো একটু অপেক্ষা করতে পারতাম, কিন্তু মনে হয়েছিল মাঠে নতুন পা দরকার। ভিনি থাকতে চেয়েছিল, কারণ সে ভালো অনুভব করছিল।” তিনি আরও যোগ করেন, “ফ্রাঙ্কো (মাস্তান্তুওনো) আগের ম্যাচেও একইভাবে প্রতিক্রিয়া দিয়েছিল। সে বলেছিল, ‘আমাকে উঠাচ্ছেন?’ আমি বলেছিলাম, ‘হ্যাঁ।’ ভিনির ক্ষেত্রেও তেমনই হয়েছে। কেউই খুশি হয়নি, কিন্তু আমি দুজনের পারফরম্যান্সেই সন্তুষ্ট। সূচি অনেক ঘন, তাই আমাদের এগিয়ে যেতেই হবে।”