images

স্পোর্টস / ক্রিকেট

বাংলাদেশ হারায় যে ব্যাটারের দায় দেখছেন লিটন

স্পোর্টস ডেস্ক

২৮ অক্টোবর ২০২৫, ১১:১০ এএম

বাংলাদেশের ক্রিকেটে ব্যাটিং বিপর্যয় নতুন কিছু নয়। প্রায়ই দেখা যায় তাসের ঘরের মত ভেঙে পড়ছে টপ অর্ডার, মিডল অর্ডার। শেষে লোয়ারর অর্ডার ব্যাটারদেরই কিছুটা প্রতিরোধ গড়ে, কষ্টেসৃষ্টে দলের সংগ্রহ সম্মানজনক পর্যায়ে নিতে হয়। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও এমন চিত্রই দেখা মিলল।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ক্যারিবীয়দের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৭ রানেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত তানজিম সাকিবের ৩৩ আর নাসুম আহমেদের ২০ রানের ইনিংসের সুবাদে করতে পারে ১৪৯ রান। হারে ১৬ রানে। 

লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটি থেকে আসে কেবল ১৬ রান। তানজিদ তামিমকে দিয়ে উইকেট হারানো শুরু করে বাংলাদেশ। এরপর একে একে বিদায় নেন লিটিন দাস, সাইফ হাসান, শামীম হোসেনরা। ২৫ বলে ২৮ রান করে বিদায় নেন তাওহিদ হৃদয়। হাল ধরতে পারেননি মিডল অর্ডারের নুরুল হাসান সোহানও। শেষদিকে সাকিব-নাসুমের জুটিতেই সম্মানজনক সংগ্রহ নিয়ে হার মানতে হয় টাইগারদের। 

এদিকে ব্যাটিংয়ে এমন বিপর্যয়ের পর ম্যাচ শেষে শামিম হোসেনের ব্যাটিং নিয়ে হতাশার কথা জানিয়েছেন লিটন দাস। তিনি বলেন, 'শামীম যেভাবে ব্যাট করেছে, সেটা কিছুটা হতাশাজনক; ওই পরিস্থিতিতে তার দায়িত্ব নেওয়া উচিত ছিল। পুরো ম্যাচজুড়ে আমরা ভালো বোলিং করেছি, শুধু শেষ ওভারটা বাদে। ওরা কয়েকটা দারুণ ক্যাচও নিয়েছে।'

Screenshot_2025-10-28_111100

বোলিংয়ে শুরুর দিকে উইকেট না নিতে পারার কথা জানিয়ে লিটন বলেন, 'প্রথম ১০ ওভারে তারা দারুণ ব্যাট করেছে। উইকেটটা কিছুটা ধীর ছিল, আর আমরা যদি শুরুতেই কিছু উইকেট নিতে পারতাম, তাহলে তারা চাপে পড়ে যেত। শেষের ওভারগুলোয় আমাদের আরও ভালোভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা দরকার ছিল- এটাই মূল বিষয়, যেটার দিকে আমরা পরের ম্যাচে নজর দেব।'