স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পিএম
একসময় ওয়ানডে ক্রিকেটে গর্বের নাম ছিল বাংলাদেশ। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই ফরম্যাটই এখন পরিণত হয়েছে চিন্তার কারণ। ২০২৫ সালে এখন পর্যন্ত ১০টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ, জিতেছে মাত্র ২টিতে। টানা চারটি ওয়ানডে সিরিজে হারের হতাশাও পিছু ছাড়ছে না টাইগারদের।
মিরপুরে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। কারণ এই ম্যাচ হারলে আবারও সিরিজ হার দেখতে হবে টাইগারদের।
আরও পড়ুন- অবসর নিয়ে বিস্ফোরক তথ্য জানালেন সাকিব আল হাসান
আরও পড়ুন-জুলাইয়ের ঘটনা আমার বিরুদ্ধে চলে গিয়েছে, তবে অনুশোচনা নেই: সাকিব
বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দশম, রেটিং পয়েন্ট ৭৪। এক ধাপ উপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮০। আজ বাংলাদেশ জিতলেও দুই দলের অবস্থানে পরিবর্তন হবে না, তবে বাংলাদেশের পয়েন্ট বাড়বে ৭৬-এ, ওয়েস্ট ইন্ডিজের থাকবে ৭৯। অন্যদিকে, ক্যারিবীয়রা সিরিজ জিতলে তাদের পয়েন্ট হবে ৮১, বাংলাদেশের নামবে ৭৩-এ।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেতে হলে র্যাঙ্কিংয়ে সেরা আট দলের মধ্যে থাকতে হবে (স্বাগতিক দেশ বাদে)। যদিও এই সিরিজ হারলেও বাংলাদেশ এখনই বড় সংকটে পড়ছে না, কারণ সামনে আরও কয়েকটি সিরিজ রয়েছে। যেখানে ভালো পারফরম্যান্স করলে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ থাকবে লিটন-সাইফ-রিশাদদের সামনে।