স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫, ০৫:০৮ পিএম
নারী বিশ্বকাপের লিগ পর্বে এখনো বাকি ৯টি ম্যাচ। এরই মধ্যে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে শক্তিশালী দুই দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এখন বাকি থাকা দুটি সেমিফাইনাল জায়গার জন্য লড়াই করছে আরও ছয়টি দল। এই হিসাব-নিকাশের মধ্যে এখনও ক্ষীণ আশায় টিকে আছে বাংলাদেশ নারী দল।
এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে মাত্র একটি জয়ের দেখা পেয়েছে নিগার সুলতানার দল। ২ পয়েন্ট ও -০.৬৭৬ রানরেট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ।
সেমিফাইনালে খেলতে হলে বাংলাদেশকে পরবর্তী দুই ম্যাচ- শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে জিততেই হবে। তবে শুধু জিতলেই চলবে না, জিততে হবে বড় ব্যবধানে। পাশাপাশি বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখতে ইংল্যান্ডকে জিততে হবে ভারতের বিপক্ষে ও নিউজিল্যান্ডের বিপক্ষে।
এই ক্ষেত্রে, যদি ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড- এই তিন দলেরই পয়েন্ট ৬ করে হয়, তাহলে রানরেটের ভিত্তিতে সিদ্ধান্ত আসবে। বর্তমানে রানরেটে অনেক পিছিয়ে থাকায় বাংলাদেশের জন্য বড় জয় খুবই জরুরি।
অন্যদিকে, ভারত সেমিফাইনালের দৌড়ে ভালো অবস্থানে রয়েছে। হাতে থাকা তিনটি ম্যাচে জয় পেলে তারা সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে। পাকিস্তানের জন্যও বাকি দুই ম্যাচে (দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে) জয় জরুরি। তাদেরও লক্ষ্য রাখতে হবে বড় ব্যবধানে জয় পাওয়ার দিকে, যাতে নেট রানরেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলা যায়।
সব মিলিয়ে নারী বিশ্বকাপে জমে উঠেছে সেমিফাইনালের লড়াই। একদিকে নিশ্চিত দুটি দল, অন্যদিকে বাকি দুটি জায়গার জন্য চলছে কড়া প্রতিযোগিতা। যেখানে টিকে থাকতে শেষ পর্যন্ত লড়তে হবে বাংলাদেশকেও।