images

স্পোর্টস / টেনিস

আরাউহোর গোলে বার্সেলোনার রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক

১৯ অক্টোবর ২০২৫, ১০:১০ এএম

সময় গড়িয়ে যাচ্ছিল, ম্যাচ তখন ড্রয়ের পথে। মনে হচ্ছিল জিরোনার বিপক্ষে পয়েন্ট হারাতে চলছিলো বার্সেলোনা। কিন্তু ইনজুরি সময়ের ৯৩তম মিনিটে রোনাল্ড আরাউহোর হেডে বদলে গেল সবকিছু, ২-১ গোলে জয় ছিনিয়ে নিল হান্সি ফ্লিকের দল।

লেভানডভস্কি, রাফিনিয়া ও ফেরান তোরেসকে ছাড়াই মাঠে নামে বার্সা। শুরুতেই ‘মায়ামি ম্যাচ’ বিতর্কের প্রতিবাদে দুই দল ১৫ সেকেন্ড স্থির দাঁড়িয়ে নিজেদের অবস্থান জানায়। এরপরই শুরু হয় বার্সেলোনার আক্রমণ। লামিন ইয়ামালের পাস থেকে ১২ মিনিটে পেদ্রির নিখুঁত শটে এগিয়ে যায় দলটি।

তবে কর্নার থেকে আসা এক বল অ্যাক্সেল উইটসেলের দুর্দান্ত বাইসাইকেল কিকে জালে জড়িয়ে সমতা ফেরায় জিরোনা। এরপর উভয় দলই একের পর এক সুযোগ পায়, কিন্তু গোল করতে ব্যর্থ হয়।

তরুণদের প্রতি আস্থা রাখছেন ফ্লিক। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১৭ বছর বয়সী ড্রো ফার্নান্দেজের পর এবার জিরোনার বিপক্ষে সুযোগ পান আরেক তরুণ টনি ফার্নান্দেজ।

দ্বিতীয়ার্ধে বার্সা কিছুটা চাপে পড়ে। পেদ্রি ও ইয়ামালকে তুলে নেওয়ায় মাঝমাঠের নিয়ন্ত্রণ হারায় দলটি। এতে হতাশ হয়ে রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে লাল কার্ড দেখেন কোচ ফ্লিক।

তবুও ভাগ্য সহায় ছিল কাতালানদের। শেষ মুহূর্তে দে ইয়ংয়ের ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান আরাউহো। তার গোলেই জয় নিশ্চিত হয় বার্সেলোনার।

এই জয়ে আপাতত সমালোচনা থেকে কিছুটা মুক্তি পেল বার্সা। তবে এল ক্লাসিকোর আগে ফ্লিকের সামনে এখনো রয়ে গেছে রক্ষণভাগের দুর্বলতা আর গোলের অভাবের মতো বড় সব প্রশ্ন।