স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০২৫, ০৫:০৩ পিএম
বিসিবির নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বেশি আলোচনায় আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগেই নির্ধারিত ছিল, ডিসেম্বর-জানুয়ারিতে এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করতে চায় বোর্ড। সম্প্রতি নতুন কমিটির প্রথম সভা শেষে বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, নির্ধারিত সময়েই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
নতুন কমিটিতে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধানের দায়িত্ব নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই। কিন্তু টুর্নামেন্ট শুরুর সময় হাতে মাত্র দুই মাস থাকলেও এখনো ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়নি। এজন্য অনেকে শঙ্কা প্রকাশ করছেন বিপিএল আয়োজন নিয়ে।
বিপিএলের আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে। তবে তাদের তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি চোখে পড়েনি এখনও।
এ বিষয়ে সিলেটে গণমাধ্যমকে বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্য রাহাত শামস বলেন, 'এখন চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, সেটা নিশ্চয়তা দিতে পারি। যারা বোর্ডে আছেন, কমিটিতে আছেন, সবাই চেষ্টা করবেন। বিপিএলের গভর্নিং বডি সিদ্ধান্ত নিয়ে বাকিটা এগিয়ে নেবে, আমরা সহায়তা করব।'
গত আসরে তড়িঘড়ি করে বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবিকে নানা জটিলতায় পড়তে হয়েছিল। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি নির্বাচন নিয়ে সৃষ্টি হয় বড় বিতর্ক। এমন কিছু ফ্র্যাঞ্চাইজি নির্বাচিত হয়েছিল, যারা হোটেল ভাড়াও ঠিকমতো পরিশোধ করতে পারেনি, এমনকি অনেক ক্রিকেটারের পাওনাও এখনও পরিশোধ হয়নি।
বিপিএল নিয়ে রাহাত শামস আরও বলেন, 'বিপিএল হবে, গভর্নিং বডি গঠিত হয়েছে প্রেসিডেন্টের নেতৃত্বে। তারা সিদ্ধান্ত নেবে, আমরা প্রয়োজনীয় সহায়তা করব।'
সব মিলিয়ে এবার বিসিবি চাইছে পরিকল্পিতভাবে বিপিএল আয়োজন করতে, যাতে আগের ভুলের পুনরাবৃত্তি না হয়।