images

স্পোর্টস / ফুটবল

২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল উন্মোচন ফিফার

স্পোর্টস ডেস্ক

০৩ অক্টোবর ২০২৫, ০২:০৮ পিএম

ফিফা উন্মোচন করেছে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল। অত্যাধুনিক প্রযুক্তি আর আয়োজক তিন দেশের (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) সংস্কৃতি–ঐতিহ্যের ছোঁয়া মিলিয়ে তৈরি এই বলের নাম রাখা হয়েছে ‘ট্রায়োন্ডা’।

এবারও জার্মান স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাস বলটি ডিজাইন করেছে। ১৯৭০ সাল থেকে টানা সব বিশ্বকাপেই অফিসিয়াল বল সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি। নিউইয়র্কে আয়োজিত উন্মোচন অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “ট্রায়োন্ডা বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায়। আমি গর্বিত ও আনন্দিত এই বল পরিচয় করাতে পেরে।”

প্রথমবারের মতো তিন দেশ যৌথভাবে আয়োজন করছে বিশ্বকাপ। ৪৮ দলের এই আসরকে মাথায় রেখেই বলের নাম ও নকশা করা হয়েছে। লাল, নীল আর সবুজ রঙের সমন্বয়ে তৈরি বলের গায়ে যুক্ত হয়েছে আয়োজক দেশগুলোর প্রতীক। কানাডার ম্যাপল পাতা, মেক্সিকোর ঈগল আর যুক্তরাষ্ট্রের তারকা। এছাড়া ত্রিভুজাকৃতির নকশা তিন দেশের ঐক্যের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে।

2025100370d4ecd0c7d842e7b44493e158b307f1_XxjspeE000016_20251003_CBMFN0A001

প্রযুক্তির দিক থেকেও এসেছে নতুনত্ব। গভীর সেলাইয়ের কারণে বলের উড়ান আরও স্থিতিশীল হবে বলে দাবি করেছে অ্যাডিডাস। আর্দ্র বা ভেজা আবহাওয়াতেও ভালো গ্রিপ দিতে বলটিতে বিশেষ এমবসড আইকন ব্যবহার করা হয়েছে।

সবচেয়ে বড় সংযোজন হলো বলের ভেতরের মোশন সেন্সর চিপ, যা প্রতিটি নড়াচড়া রেকর্ড করবে। এসব তথ্য সরাসরি যুক্ত হবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) সিস্টেমে। ২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন, চলবে ১৯ জুলাই পর্যন্ত। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এই আসরের টিকিট বিক্রিও শুরু করেছে ফিফা। এখন পর্যন্ত ২১৬টি দেশ ও অঞ্চল থেকে প্রায় ৪৫ লাখ সমর্থক প্রিসেল ড্রতে অংশ নিয়েছেন। টুর্নামেন্টের মূল ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।