images

স্পোর্টস / ক্রিকেট

সাকিবকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ এএম

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার পথ হয়তো বন্ধ হয়ে গেল। দীর্ঘদিন ব্যাটে-বলে দেশ ও বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা এই অলরাউন্ডারকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন, ‘তাকে (সাকিব) বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া, এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। ইতিপূর্বে এটা আমি বিসিবিকে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘‘যতবার তিনি দেশে আসার জন্য চেয়েছেন, খেলার জন্য চেয়েছেন, বলেছেন ‘আমাকে জোর করে নমিনেশন দেয়া হয়েছে। আমি রাজনীতির সঙ্গে জড়িত না। আমি শুধু এমপি ইলেকশনটা করেছি এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি।’ কিন্তু আসল সত্যটা তো হচ্ছে, তিনি আসলে আওয়ামী রাজনীতির সঙ্গে আষ্টেপৃষ্ট ভাবে জড়িত, যার প্রমাণ আমরা পেলাম।’’

এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক যোগসূত্রের বিষয়টি উল্লেখ করেন তিনি। উপদেষ্টার দাবি, সাকিব আসলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত, যদিও বারবার তিনি নিজেকে নিরপেক্ষ দাবি করে এসেছেন।

সম্প্রতি, সাকিব নিজের ফেসবুক পেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবি পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি লেখেন, 'শুভ জন্মদিন, আপা।' এই পোস্টের পর থেকেই সাকিব ও ক্রীড়া উপদেষ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ভার্চুয়াল লড়াই শুরু হয়।

উল্লেখ্য, সাকিব আল হাসান বর্তমানে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তবে ক্রীড়া উপদেষ্টা দাবি করেছেন, সাকিব শুধু এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছেন বলে নির্বাচন করেছিলেন — এমন বক্তব্যের পেছনে রাজনৈতিক মিথ্যাচার রয়েছে।

এখন দেখার বিষয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কী সিদ্ধান্ত নেয় এবং আদৌ সাকিব আল হাসান আবার জাতীয় দলের জার্সি গায়ে দিতে পারবেন কিনা।