images

স্পোর্টস / ক্রিকেট

জীবনে কখনো দেখিনি, চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হয় না: সূর্যকুমার

স্পোর্টস ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ এএম

পাঁচ উইকেটে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে ম্যাচশেষে ঘটেছে এক অভূতপূর্ব ঘটনা—চ্যাম্পিয়ন হলেও ভারতীয় দলের হাতে ওঠেনি বিজয়ী ট্রফি ও মেডেল।

ম্যাচের ট্রফি তুলে দেওয়ার জন্য মাঠে উপস্থিত ছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভি। কিন্তু তার হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। ফলে বিজয়ী হলেও মঞ্চে ওঠে না সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয়রা।

খেলা শেষে সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “আমি জীবনে কখনো দেখিনি, চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হয় না। এটা আমাদের প্রাপ্য ছিল। তবে আমার আসল ট্রফি হলো ড্রেসিংরুমে বসে থাকা ১৪ জন সতীর্থ ও আমাদের সাপোর্ট স্টাফ।” 
 
তিনি আরও জানান, এশিয়া কাপে তার ম্যাচ ফি তিনি দান করবেন ভারতীয় সেনাবাহিনীকে। এর আগেও পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়টি তিনি উৎসর্গ করেছিলেন পেহলগামের সন্ত্রাসী হামলার নিহতদের উদ্দেশে।

ম্যাচ শেষে একপর্যায়ে ভারতীয়রা দেড় ঘণ্টা পর নিজেদের মতো করে মঞ্চে উঠে উদযাপন করেন। সূর্যকুমার মজা করে বলেন, “আমরা দেড় ঘণ্টা ধরে উদযাপনের জন্য অপেক্ষা করছিলাম। আমি দেখেছি ‘চ্যাম্পিয়নস’ লেখা ব্যানার মাঠে আসল, আবার চলে গেল। সেটাও দেখা হলো।” 

সংবাদ সম্মেলনে এক পাকিস্তানি সাংবাদিক ভারতীয় দলের এ আচরণকে ‘রাজনৈতিক’ বলে দাবি করলে, কিছুটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। যদিও ভারতীয় মিডিয়া ম্যানেজার প্রশ্নটি গ্রহণ করেননি, তবুও সূর্যকুমার হেসে জবাব দেন, “গুস্সা হো রাহে হো আপ?” (আপনি তো রেগে যাচ্ছেন)।

এই বিতর্কের পর অনেকেই প্রশ্ন তুলেছেন, ভারত কি আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল নাকভির হাত থেকে ট্রফি নেবে না? উত্তরে সূর্যকুমার বলেন, “আমরা এই সিদ্ধান্ত ম্যাচের পর মাঠেই নিয়েছি। আগে থেকে কোনো নির্দেশনা ছিল না।”