images

স্পোর্টস / ফুটবল

‘রিয়ালকে হারাতে সর্বস্ব দিয়ে লড়াই করবে আতলেতিকো’

স্পোর্টস ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম

লা লিগার বহুল প্রতীক্ষিত মাদ্রিদ ডার্বি অনুষ্ঠিত হবে আজ। ওয়ান্ডা মেট্রোপলিতানো স্টেডিয়ামে মাঠে নামবে মাদ্রিদের দুই নগরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচের আগে আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে স্পষ্ট জানিয়ে দিলেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের জন্য মাঠে সর্বস্ব উজাড় করে দেবে তার দল।

রিয়াল নতুন মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে। জাবি আলোনসোর অধীনে টানা ছয় ম্যাচে শতভাগ জয়ের রেকর্ড গড়েছে দলটি। তবে পরিসংখ্যানের অন্য দিকটা বলছে, লা লিগায় শেষ পাঁচ ডার্বির কোনোটিতেই আতলেতিকোর বিপক্ষে জিততে পারেনি রিয়াল। এদিকে শহরের এই চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ভালো রেকর্ড থাকলেও মৌসুমের শুরুটা একেবারেই ধারাবাহিক হয়নি আতলেতিকোর। প্রথম ছয় ম্যাচে মাত্র দুই জয় তুলে নিয়ে ৯ পয়েন্টে থেমে আছে তারা।

ডার্বির আগে সিমিওনে স্বীকার করেছেন, রিয়াল এ মৌসুমে খেলার মানে দারুণ উন্নতি করেছে। তবে একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, তার খেলোয়াড়রা লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। “আমি অতীত নিয়ে ভাবি না, আমি বর্তমান নিয়েই বাঁচি,” ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেন সিমিওনে।

তিনি আরও বলেন, “রিয়াল তাদের দলগত খেলা অনেক উন্নত করেছে। এখন তারা আক্রমণ সাজায় সংগঠিতভাবে, আর কোচ তাদের রক্ষণেও পরিবর্তন এনেছেন, হাই লাইন থেকে প্রেস করছে। এর ফলেই তারা প্রতিটি ম্যাচ জিতছে।

“আমরা শুধু ম্যাচের প্রস্তুতি নিয়েই ভাবছি। নয় দিনে চার ম্যাচ খেলতে হয়েছে আমাদের। খেলোয়াড়দের বিশাল চাপ সামলাতে হয়েছে মাত্র তিন দিনের বিশ্রামে। এখন মানসিক শক্তি আর আত্মত্যাগের ওপরই নির্ভর করবে তাদের পারফরম্যান্স।”

লা লিগার শুরুর দৌড়েই আজকের মেট্রোপলিতানো ডার্বি বড় ভূমিকা রাখতে পারে। রিয়ালের টানা জয়রথ থামাতে চাইবে আতলেতিকো, আর একইসঙ্গে নিজেদের লড়াইয়ে ফেরা নিশ্চিত করাই এখন সিমিওনের দলের মূল লক্ষ্য।