স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম
এশিয়া কাপের সুপার ফোরে আজ সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ চিরচেনা শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে শুরু হয়েছিল টাইগারদের এবারের এশিয়া কাপের বিদায়ের নানা সমীকরণ। সেই হারের রেশ কাটিয়ে আজ জয়ের জন্য মুখিয়ে আছে বাংলাদেশ দল।
তবে আজকের এই ম্যাচটি টাইগারদের জন্য আরও বড় একটি বার্তা বয়ে আনছে। কারণ পরিসংখ্যান বলছে, এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারালেই যেন ফাইনালের টিকিট নিশ্চিত হয় বাংলাদেশের।
২০১২, ২০১৬ ও ২০১৮ এই তিনবারই লঙ্কানদের হারিয়েছিল টাইগাররা। কাকতালীয় হলেও সত্য, ওই তিনবারই বাংলাদেশ উঠেছিল এশিয়া কাপের ফাইনালে। এবারও যদি সেই ইতিহাস পুনরাবৃত্তি হয়, তাহলে হয়তো আরও একটি ফাইনালে দেখা যাবে লিটনদের।
তবে হিসাব-নিকাশে কিছুটা পিছিয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৮টিতে। আর এশিয়া কাপে জয় মাত্র ৩টি। তবুও সেই ৩ জয়ই বদলে দিয়েছে বাংলাদেশের এশিয়া কাপ ভাগ্য।