images

স্পোর্টস / ক্রিকেট

জাভেদ মিয়াঁদাদের যে রেকর্ড ৩৮ বছরেও ভাঙতে পারেনি কেউ

স্পোর্টস ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ পিএম

পাকিস্তান ক্রিকেটেরতো বটেই, বিশ্ব ক্রিকেটেরই এক সেরা কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তান ক্রিকেটের সোনালী সময়ের তারকা তিনি। ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জয় করে ম্যান ইন গ্রিনরা। সেই ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচে ব্যাট হাতে বড় অবদান রেখেছিলেন মিয়াঁদাদ।

পাকিস্তানের বিশ্বকাপ জয় তো বটেই, এছাড়া ম্যান ইন গ্রিনদের আরও অনেক কীর্তিতেই আছে মিয়াঁদাদের অনেক অবদান। তবে কিংবদন্তি এ পাকিস্তানি ব্যাটারের একটি রেকর্ড ৩৮ বছরেও ছুঁতে পারেনি কেউ।

আরও পড়ুন- নাম বদলে যাচ্ছে বিপিএলের

আরও পড়ুন- পিঠ দেয়ালে ঠেকে গেছে, বড় পরিবর্তনের আভাস বাংলাদেশ শিবিরে

মিয়াঁদাদ এই রেকর্ডের শুরুটা করেছিলেন ভারতের নাগপুরে। শেষও হয়েছিল ভারতেই, হায়দরাবাদে। মাঝে এই রেকর্ডের ছোঁয়া রেখে গেছেন আরও ৫টি ভিন্ন ভিন্ন নগরে। সেগুলো হলো জামশেদপুর, শারজা, লন্ডন, নটিংহাম, বার্মিংহাম।

396d9-16219395297265-800

এই ৭টি নগরে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলেছেন মিয়াঁদাদ। তবে প্রতিপক্ষ বদলালেও তার ব্যাটে রানবন্যা থামেনি। এই ৭ ভেন্যুতে তিনি টানা খেলেন যথাক্রমে ৭৮, ৭৮*, ৭৪, ৬০, ৫২*, ১১৩, ৭১*, ৬৮, ১০৩ ইনিংস। আর তাতেই হয় রেকর্ড।

১৯৮৭ সালের ২৪ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত টানা ৯ ওয়ানডেতে ৫০ ছাড়ানো ইনিংস খেলে রেকর্ড গড়েন তিনি। একদিনের ক্রিকেটে টানা ৫০ ছাড়ানো ইনিংস খেলার কীর্তি এটিই। ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ দিয়ে শুরু করেছিলেন দুর্দান্ত এই যাত্রা, মাঝে খেলেছেন যথাক্রমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, ইংল্যান্ড ও ১৯৮৭ বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচেও, শ্রীলঙ্কার বিপক্ষে। 

javed-miandad-poses-with-the-icc-cricket-world-cup

পাকিস্তানি কিংবদন্তি এ রেকর্ড গড়ার পর পেরিয়ে গেছে ৩৮ বছর। এরপর আরও কত কিংবদন্তিই না এসেছেন ক্রিকেটে, গড়েছেন কতো না রেকর্ড, নাম ওঠেছে ইতিহাসের পাতায়। তবে মিয়াঁদাদের এ রেকর্ড ভাঙতে পারেননি কেউই।