images

স্পোর্টস / ফুটবল

জাপানে পাকিস্তান ফুটবল দলের কেলেঙ্কারি, এরপর যা হলো

স্পোর্টস ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম

জাপানে এক অভিনব মানবপাচারের কৌশল উদঘাটন করেছে দেশটির কর্তৃপক্ষ। পাকিস্তান থেকে ‘ফুটবল খেলোয়াড়’ পরিচয়ে ২২ জনকে জাপানে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করছিল একটি পাচারকারী চক্র। তবে জাল নথি ধরা পড়ায় তাদের সেখানকার বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছে। এমনটায় জানায় পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে। 

পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) জানায়, সিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামে এক ভুয়া ক্লাবের খেলোয়াড় পরিচয়ে দলটি জাপানে যায়। সেখানে গিয়ে নথিতে অসঙ্গতি ধরা পড়লে সবাইকে ফেরত পাঠায় জাপানি কর্তৃপক্ষ।

আরও পড়ুন-ভারত-পাকিস্তান দ্বন্দ্ব ভুলে ক্রিকেটে সুদিন ফিরবে কবে

আরও পড়ুন-পাকিস্তানের চোখের কাঁটা কে এই পাইক্রফট

তদন্তে উঠে এসেছে, এই চক্রের মূল হোতা মালিক ওয়াকাস নামের এক ব্যক্তি। তিনি ভুয়া একটি ফুটবল ক্লাব গড়ে তুলে সেখানে কিছুদিন প্রশিক্ষণ দিয়ে সদস্যদের খেলোয়াড়ের মতো আচরণ শিখিয়ে দেন। এরপর জাল কাগজপত্র তৈরি করে তাদের বিদেশে পাঠানোর পরিকল্পনা করেন। প্রতিজনের কাছ থেকে প্রায় ৪০ লাখ পাকিস্তানি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকা) নেওয়া হয়েছিল।

জাপানি ইমিগ্রেশন কর্তৃপক্ষ দ্রুতই বুঝে ফেলে, নিবন্ধন সনদ, খেলোয়াড় তালিকা ও ভ্রমণ অনুমতির সব কাগজ জাল। এমনকি ফুটবল ম্যাচের সময়সূচিও ছিল ভুয়া। ফলে তাদের সঙ্গে সঙ্গে দেশে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন-এশিয়া কাপে পাকিস্তানের জাতীয় সংগীতের বদলে বাজল ‘জালেবি বেবি’

এফআইএ জানিয়েছে, মালিক ওয়াকাসকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং গুজরানওয়ালার এক থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, এর আগেও ২০২৪ সালের জানুয়ারিতে একই কৌশলে আরও ১৭ জনকে জাপানে পাঠিয়েছিলেন।

তদন্তকারীরা ওয়াকাসের কাছ থেকে জাল নথিপত্র, ভুয়া ক্লাবের কাগজপত্র এবং ফুটবল ফেডারেশনের নকল লেটারহেড জব্দ করেছে।

কর্তৃপক্ষ বলছে, বর্তমানে সীমান্তে নজরদারি কঠোর হওয়ায় পাচারকারীরা বিমানযাত্রাকে টার্গেট করে অভিনব ছদ্মবেশে মানুষ পাচারের চেষ্টা করছে। এসব অভিযানে পাচারকারীরা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। মালিক ওয়াকাসের বিরুদ্ধে আরও একাধিক মানবপাচারের মামলা রয়েছে বলেও জানিয়েছে এফআইএ।

এসটি