স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ এএম
এশিয়া কাপ মানেই উত্তেজনা, আর ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তো রীতিমতো যুদ্ধের আবহ! তবে এবার ক্রিকেটীয় লড়াই শুরুর আগেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা, যা নিয়ে এখন সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম।
গতকাল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হাজারো দর্শকে ঠাসা গ্যালারি, ক্যামেরার ফ্ল্যাশ, দু’দলের লাইনআপ সময় তখন জাতীয় সংগীতের। পাকিস্তান দলের জাতীয় সংগীত বাজানোর প্রস্তুতি চলছে। এমন মুহূর্তে স্টেডিয়ামের স্পিকারে হঠাৎ ভেসে এলো জনপ্রিয় পপ গান ‘জালেবি বেবি’। টেশার ও জেসন ডেরুলোর হিট গানটি!
প্রায় ছয় সেকেন্ড ধরে বাজে গানটি। পুরো মাঠে মুহূর্তেই ছড়িয়ে পড়ে হতবাক প্রতিক্রিয়া। খেলোয়াড় থেকে শুরু করে মাঠের দর্শক সবাই যেন চোখ কপালে! এমনই দৃশ্যের ছোট ছোট ভিডিও গুলো মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পরবর্তীতে দ্রুত ভুল সংশোধন করে যথাযথভাবে বাজানো হয় পাকিস্তানের জাতীয় সংগীত। কিন্তু ততক্ষণে সামাজিক মাধ্যমে ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলছেন এমন একটি হাইভোল্টেজ ম্যাচে এত বড় ভুল কীভাবে সম্ভব?
এর আগে টসেও দেখা গেছে উত্তেজনার ঝলক। পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা ও ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব টসের সময় করমর্দন কিংবা চোখাচোখিও এড়িয়ে যান। যা আরও বাড়িয়ে দেয় ম্যাচপূর্ব উত্তাপ।
টসে জিতে ব্যাটিং নেয় পাকিস্তান, কিন্তু ব্যাট হাতে সফলতা পায়নি তারা। ভারতের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে খুব সহজেই ম্যাচটি নিজেদের করে নেয় টিম ইন্ডিয়া।
তবে ম্যাচ শেষে ফলাফলের চেয়েও বেশি আলোচনা এখন ঘুরপাক খাচ্ছে সেই ‘জালেবি বেবি’ মুহূর্ত ঘিরে। এশিয়া কাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে এমন বিভ্রাট নিঃসন্দেহে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।