images

স্পোর্টস / ক্রিকেট

ফিক্সিং কাণ্ডে ১৮ জনের নামের পাশে লাল দাগ, তদন্তে বিসিবির নতুন কমিটি

স্পোর্টস ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ এএম

বাংলাদেশ ক্রিকেটে ফিক্সিং অভিযোগ ঘিরে উত্তাল পরিস্থিতি। অভিযোগ আসার পরপরই স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই কমিটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে চলতি মাসের প্রথম সপ্তাহে আরও একটি রিভিউ কমিটি গঠন করা হয়, যা সাতদিনের মধ্যেই তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মোট ১৮ জন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের নামের পাশে লাল দাগ দেওয়া হয়েছে। এমনকি কয়েকজন ক্রিকেটারকে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে অংশ না দেওয়ার পরামর্শও দিয়েছে রিভিউ কমিটি।

তবে এতেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে চাইছে না বিসিবি। বরং প্রমাণের পরিমাণ ও সংশ্লিষ্টদের শাস্তির বিষয়টি যাচাই করতে গঠন করা হয়েছে আরেকটি বিশেষ কমিটি। বিসিবি’র অন্যতম পরিচালক ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বিসিবি সভাপতি বলেন,‘আমরা একটি তদন্ত রিপোর্ট পেয়েছি। আমাদের তদন্তকারী দলে একজন বিচারপতি, একজন ব্যারিস্টার এবং একজন সাবেক ক্রিকেটার ছিলেন। তারা রিপোর্টের সারাংশ জমা দিয়েছেন। সেখানে এমন কিছু বিষয় উঠে এসেছে, যা আমাদের চিন্তায় ফেলেছে। তাই আমরা বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য আরেকটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছি। খুব শিগগিরই ফল জানাতে পারব।’

উল্লেখ্য, বিপিএলের গত আসর থেকেই কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠতে থাকে। গণমাধ্যমেও কিছু নাম ঘুরেফিরে এসেছে। এ নিয়ে সাইলেন্ট ব্যান বা নীরব নিষেধাজ্ঞার গুঞ্জন উঠলেও বিসিবি সেটা স্পষ্টভাবে অস্বীকার করেছে।

বুলবুল বলেন,‘এখানে সন্দেহ বলে কিছু নেই। একেবারে নিশ্চিত প্রমাণ ছাড়া আমরা কাউকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেব না। আমাদের কাছে কিছু রিপোর্ট ও অনুসন্ধানের তথ্য আছে, তবে আইনি প্রক্রিয়া মেনে এগোতে চাই। কারণ, এখানে কোনো ভুল করা যাবে না।’