স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ পিএম
২০২৫ ইউএস ওপেন ফাইনালে নিজের 'শত্রুতে' পরিণত হওয়া অ্যামান্ডা অ্যানিসিমোভার মুখোমুখি হয়েছিলেন সাবালেঙ্কা। উইম্বলডনের সেমিফাইনালে যে অ্যানিসিমোভা তাকে হারিয়ে দিয়েছিলেন, সেই একই প্রতিপক্ষকে এবার ফাইনালের মঞ্চে দাঁড় করিয়ে সাবালেঙ্কা দিলেন জবাব। সব মিলিয়ে এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখলেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা।
দুর্দান্ত শুরু, কিছুটা দোলাচল, আর তারপর এক উত্তেজনাকর টাই-ব্রেক। শেষ পর্যন্ত স্কোরলাইন লিখল তার জয়গাথা ৬-৩, ৭-৬ (৭-৩)। যখন ম্যাচ পয়েন্টে জয় নিশ্চিত হল, সাবালেঙ্কা মাটিতে লুটিয়ে পড়লেন।
কিন্তু নাটকীয়তা এখানেই শেষ নয়। ম্যাচ শেষে দর্শকদের চোখের সামনে ধরা পড়ে আরেকটা মুহূর্ত। একেবারে সিনেমার দৃশ্যের মতো। দর্শকসারিতে দাঁড়িয়ে ছিলেন তার প্রেমিক, জর্জিওস ফ্রানগুলিস। বেলারুশের টেনিস তারকা ট্রফি নয়, প্রথমে ছুটে গেলেন তার দিকেই। দু’জনে কানে কানে কিছু বলেন, তারপর সাবালেঙ্কা চুমু দেন তাঁকে। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ম্যাচ চলাকালীনও গ্যালারিতে বেশ কয়েকবার ক্যামেরায় ধরা পড়েছেন ফ্রানগুলিস। ব্রাজিলের এই ব্যবসায়ী শুরু থেকে শেষ পর্যন্ত সাবালেঙ্কার পাশে ছিলেন, গ্যালারি থেকেই বারবার উৎসাহ জুগিয়েছেন। গ্যালারিতে ফ্রানগুলিসের পাশে বসেছিলেন সাবালেঙ্কার কোচ ও সাপোর্ট স্টাফরাও।
পরে সাংবাদিক সম্মেলনে সাবালেঙ্কা জানান, ফ্রানগুলিসের সঙ্গে একটি মজার বাজি ছিল তাঁর। সাবালেঙ্কা বলেন, 'আমি ওকে বলেছিলাম, যদি ইউএস ওপেন জিতি, তাহলে ওকে এই ট্রফির উল্কি করাতে হবে নিজের পশ্চাতদেশে। আমি বাজি জিতে গিয়েছি।' এই কথা বলেই হেসে ফেলেন সাবালেঙ্কা।
২০২৪ সালে সাবালেঙ্কার জীবনে নেমে এসেছিল গভীর শোক। তাঁর তৎকালীন প্রেমিক, আইস হকি খেলোয়াড় কনস্টানটিন কসলভ আত্মঘাতী হন। সেই দুর্ঘটনার ধাক্কায় কয়েক মাস টেনিস কোর্ট থেকে দূরে ছিলেন সাবালেঙ্কা। পরে ধীরে ধীরে খেলায় ফেরেন এবং ফ্রানগুলিসের সঙ্গে সম্পর্ক শুরু হয়।
ইউএস ওপেন নিয়ে বেলারুশের তারকা বলেন, 'এই ট্রফির পেছনে শুধু খেলার লড়াই না, মানসিক লড়াইও ছিল।' প্রেস কনফারেন্সে বলেন সাবালেঙ্কা। 'আমি জানতাম, আমি এই গ্র্যান্ড স্ল্যামের যোগ্য। আজকে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পেরে, এবং সেই পরিশ্রমের ফল হাতে নিয়ে দাঁড়াতে পেরে আমি গর্বিত।'