স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ এএম
এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে শুধু প্রস্তুতি নয়, প্রতিপক্ষ যেহেতু নেদারল্যান্ডস, তাই জয়টা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে টাইগারদের জন্য।
সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই নেদারল্যান্ডসকে চাপের মধ্যে রেখে ৮ উইকেটের বড় জয় পেয়েছে লিটন দাসের দল। ফলে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেলে নিশ্চিত হয়ে যাবে সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে দুই দল।
বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, প্রথম ম্যাচের ছন্দটা ধরে রেখে আজই সিরিজ জয় নিশ্চিত করাই দলের মূল লক্ষ্য। ঘরের মাঠে এমন প্রতিপক্ষের বিপক্ষে জয়ের ধারা বজায় রাখতেই চায় টাইগাররা।
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ নিশ্চিত লক্ষ্য হওয়ায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। সিরিজ নিশ্চিত হলেই পরের ম্যাচে সাইড বেঞ্চ পরখ করবে বাংলাদেশ দল। সেটা অবশ্য আগেই ঘোষণা করেছিল তারা।
তবে বাংলাদেশকে নিজেদের সেরা প্রস্তুতিটা নিতে হবে এই সিরিজে। কারণ ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে গ্রুপ পর্বেই বাংলাদেশকে মোকাবেলা করতে হবে শ্রীলংকা এবং আফগানিস্তানের মত শক্ত প্রতিপক্ষের। এদিকে সিরিজে টিকে থাকার জন্য একাদশে পরিবর্তন আনতে পারে নেদারল্যান্ডস।