স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৫, ১১:১১ এএম
মে মাসের ইউরোপা লিগ ফাইনাল। প্রতিপক্ষ টটেনহ্যাম, আর গারনাচো বসে ছিলেন বেঞ্চে। কোচ রুবেন আমোরিম তার ওপর ভরসা করেননি সেদিন। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হতাশা প্রকাশ করে বসেন গারনাচো। সেটাই ছিল যেন শুরু। কোচের সঙ্গে সম্পর্কের অবনতি, মূল দল থেকে ছিটকে পড়া এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। তবে এই অস্থিরতার মধ্যেও গুঞ্জন ছিল, চেলসি গারনাচোকে চায়। শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হয়েছে।
ইএসপিএনের তথ্য অনুযায়ী, ৪০ মিলিয়ন পাউন্ডে (প্রায় ৬৫৫ কোটি টাকা) ইউনাইটেড থেকে ব্লুজদের ডেরায় পাড়ি জমিয়েছেন এই উইঙ্গার। চেলসির সঙ্গে ৭ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন এই তরুণ উইঙ্গার, যার মেয়াদ চলবে ২০৩২ সাল পর্যন্ত।
চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার আগেই গারনাচোকে দেখা গেছে স্ট্যামফোর্ড ব্রিজে, চেলসি ও ফুলহ্যামের ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন তিনি। ম্যাচটি ২-০ গোলে জেতে চেলসি।
গারনাচো যোগ দিয়ে বলেন, 'আমার পরিবারের জন্য এবং আমার জন্য এটি এক অবিশ্বাস্য মুহূর্ত। আমি ক্লাব বিশ্বকাপের ম্যাচগুলো দেখেছি এবং এখন সেই বিশ্বচ্যাম্পিয়ন দলের অংশ হতে পারাটা বিশেষ কিছু। শুরু করতে আর অপেক্ষা করতে পারছি না।'
গত মে মাসে ইউরোপা লিগের ফাইনালে টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামার সুযোগ না পেয়ে খোলামেলাভাবে ইউনাইটেড কোচ রুবেন আমোরিমের সমালোচনা করেন গারনাচো। এরপর থেকেই দলের বাইরে ছিলেন। মূল দলের সঙ্গে না থেকে তিনি অনুশীলন করছিলেন আলাদা।
সবশেষে, ইউনাইটেডে আর জায়গা হয়নি তার। নতুন ঠিকানা হয়েছে চেলসি, যেখানে তিনি এখন কোচ এনজো মারেস্কার আক্রমণভাগে যুক্ত হবেন। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৯৩ ম্যাচে ১৬ গোল করেছেন গারনাচো।