images

স্পোর্টস / ক্রিকেট

বৃষ্টির শঙ্কায় বাংলাদেশের ম্যাচ, প্রয়োগ হতে পারে আইসিসির নতুন আইন

স্পোর্টস ডেস্ক

৩০ আগস্ট ২০২৫, ০৩:২৮ পিএম

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার (৩০ আগস্ট) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। তবে বৃষ্টির শহর সিলেটে এই সিরিজ নির্বিঘ্নে আয়োজন করা যাবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ, কয়েকদিন ধরেই সিলেটে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আর আবহাওয়া অফিস জানিয়েছে, আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

বলা হচ্ছে, সন্ধ্যায় আকাশ থাকবে মেঘলা এবং রাতে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে ম্যাচে বৃষ্টির বাধা এলে দেখা যেতে পারে আইসিসির নতুন পাওয়ারপ্লে নিয়মের প্রথমবারের মতো প্রয়োগ।

আইসিসি চলতি বছরের জুলাই থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে একটি নতুন নিয়ম কার্যকর করেছে, যা এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচে প্রয়োগ হয়নি। এই নিয়মটি মূলত ম্যাচ সংক্ষিপ্ত হয়ে গেলে পাওয়ারপ্লে কীভাবে নির্ধারিত হবে, তা নিয়ে।

সাধারণভাবে ২০ ওভারের টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভার হয়ে থাকে পাওয়ারপ্লে, যেখানে নির্দিষ্ট সংখ্যক ফিল্ডার বাইরে রাখা যায় না। কিন্তু যদি বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে যায়, অর্থাৎ ২০ ওভারের বদলে ১০ বা ৮ ওভারে নেমে আসে, তাহলে আগের নিয়ম অনুযায়ীও পাওয়ারপ্লের ওভারসংখ্যা কমানো হতো। তবে তা পূর্ণসংখ্যায় (যেমন ৮ ওভারে ম্যাচ হলে ৩ ওভার পাওয়ারপ্লে)।

কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে পাওয়ারপ্লে নির্ধারণ করা হবে ইনিংসের মোট ওভারের নির্দিষ্ট শতাংশ হিসাব করে। উদাহরণ হিসেবে ধরা যাক, ২০ ওভারে ৬ ওভার পাওয়ারপ্লে মানে মোট ওভারের ৩০%। তাই বৃষ্টির কারণে ম্যাচ যদি ৮ ওভারে নেমে আসে, তাহলে ৩০% হিসেবে পাওয়ারপ্লে হবে ২.৪ ওভার, অর্থাৎ ২ ওভার ২ বল।

নতুন নিয়মটি মূলত ফিল্ডিং দলের কৌশলে বড় ধরনের পরিবর্তন আনবে। আগের মতো পুরোপুরি ৩ ওভার পাওয়ারপ্লে না থাকায় ব্যাটসম্যানদের সুবিধা কিছুটা কমবে। আবার বল করা দলও পরিকল্পনা সাজাতে পারবে নতুনভাবে। সিলেটে যদি আজ বৃষ্টি হয় এবং ম্যাচ সংক্ষিপ্ত হয়, তাহলে এই নিয়মের প্রথম বাস্তব প্রয়োগ দেখা যেতে পারে।