স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০২৫, ০৪:২৬ পিএম
ক্রিকেটের মহাতারকা স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান। এ খেলার সর্বকালের সেরাও তিনি। ১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে ব্র্যাডম্যানের ব্যবহৃত ব্যাগি গ্রিন টুপি কিনে নিয়েছে ন্যাশনাল মিউজিয়াম অব অস্ট্রেলিয়া। টুপিটির দাম পড়েছে ৪ লাখ ৩৮ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার যা প্রায় ২ লাখ ৮৬ হাজার মার্কিন ডলারের সমান। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা।
ক্যানবেরার এই জাদুঘরটি টুপিটি কিনেছে ফেডারেল সরকারের আর্থিক সহায়তায়, খরচের অর্ধেক বহন করেছে সরকার। ১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন ব্র্যাডম্যান, আর সেবারই তিনি পরেছিলেন এই টুপিটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের বিপক্ষে সেটিই ছিল প্রথম সিরিজ। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী হয় অস্ট্রেলিয়া। এই জয়ের ধারাবাহিকতাই তৈরি করে দিয়েছিল কিংবদন্তি ১৯৪৮ সালের ‘ইনভিনসিবলস’ সফরের পথ, যেখানে ইংল্যান্ডের মাটিতে অপরাজিত থেকে ইতিহাস গড়ে অজিরা।
অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্ক বলেন, “অস্ট্রেলিয়ায় এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন, যে ডোনাল্ড ব্র্যাডম্যানের নাম শোনেনি। তিনি নিঃসন্দেহে সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন। এখন তাঁর অন্যতম ঐতিহাসিক ব্যাগি গ্রিন টুপিটি জাতীয় জাদুঘরে স্থান পাওয়ায় দর্শনার্থীরা কাছ থেকে আমাদের ক্রীড়া ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে যুক্ত হতে পারবেন।”
এই টুপিটি ব্র্যাডম্যানের ১১টি ব্যাগি গ্রিনের একটি। এর মধ্যে একটি রয়েছে অস্ট্রেলিয়ান স্পোর্টস মিউজিয়ামে, আর বাকি নয়টির অবস্থান ব্যক্তিগত সংগ্রহে। ন্যাশনাল মিউজিয়ামের পরিচালক ক্যাথরিন ম্যাকমাহন বলেন, “স্যার ডোনাল্ডের ব্যাগি গ্রিন শুধু একজন কিংবদন্তি ব্যাটসম্যানের জীবনকেই চিহ্নিত করে না, এটি সেই সময়ের প্রতীকও, যখন খেলাধুলার নায়কেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী দুঃসময়ে অস্ট্রেলিয়ানদের আশা জুগিয়েছিলেন।” তিনি আরও বলেন, “আমরা আনন্দিত যে জাতীয় এই সম্পদ অবশেষে আমাদের সংগ্রহে এসেছে, যা এখন পুরো দেশের মানুষ উপভোগ করতে পারবে।”
নতুন সংযোজন হওয়া এই টুপিটি রাখা হয়েছে মিউজিয়ামের সদ্য খোলা ‘ল্যান্ডমার্কস’ গ্যালারিতে, যেখানে দেশটির ইতিহাসের নির্ধারণী মুহূর্তগুলোর নানা নিদর্শন প্রদর্শিত হচ্ছে।