images

স্পোর্টস / ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচে সীমা অতিক্রম করতে মানা ওয়াসিমের

স্পোর্টস ডেস্ক

২৫ আগস্ট ২০২৫, ০২:১৯ পিএম

আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও আয়োজক ও দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে অনুষ্ঠিত হচ্ছে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি।

এবারের সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে একবার মুখোমুখি হওয়ার পর সুপার ফোর ও ফাইনালে আরও দুবার দেখা হতে পারে দুই দলের। মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরেও উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে এপ্রিলের শেষ দিকে কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ম্যাচ ঘিরে প্রত্যাশা ও সংযমের আহ্বান জানিয়ে বলেন, “ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই কোটি মানুষের আগ্রহ। আবেগ থাকবেই, তবে খেলোয়াড় ও সমর্থকদের সংযত থাকতে হবে এবং কেউ সীমা অতিক্রম করবে না।”

ক্রিকেটীয় বিশ্লেষণে আকরাম মনে করছেন সাম্প্রতিক ফর্মের কারণে ভারত কিছুটা এগিয়ে। তার মতে, “ভারত ভালো খেলছে, তারাই ফেভারিট। তবে চাপ কে ভালোভাবে সামলাতে পারবে, সেটাই হবে জয়ের চাবিকাঠি।”

এদিকে এবারের পাকিস্তান দলে নেই সিনিয়র ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এতে কিছুটা হতাশ হলেও তরুণদের ওপর আস্থা রাখছেন আকরাম। পাশাপাশি তিনি চান দুই দেশের মধ্যে আবারও টেস্ট সিরিজ হোক। তার ভাষায়, “অনেক বছর হয়ে গেছে। ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ হলে সেটি দুই দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য ঐতিহাসিক এক মুহূর্ত হবে।”

ভারত তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। অন্যদিকে পাকিস্তান প্রথম ম্যাচ খেলবে ১২ সেপ্টেম্বর, ওমানের বিপক্ষে।