স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৫, ০৯:৩০ পিএম
দরজায় কড়া নাড়ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। আইসিসির এ টুর্নামেন্ট এবার অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে। আগামী মাসেই মাঠে গড়াবে খেলা। আসন্ন এ টুর্নামেন্টের জন্য আজ দল ঘোষণা করেছে বিসিবি।
নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৩০ সেপ্টেম্বর থেকে। আইসিসির এ টুর্নামেন্ট চলবে ২ নভেম্বর পর্যন্ত। এবারের আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দলে জায়গা পাননি দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও ইসমা তানজিম।
আরও পড়ুন- রক্ত না শুকাতেই আপনি পাকিস্তানের সঙ্গে খেলছেন— তোপের মুখে মোদি
আরও পড়ুন- এশিয়া কাপের দল ঘোষণা করার পরই বাদ দুই নির্বাচক সদস্য
বাংলাদেশ নারী দল সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এপ্রিলে পাকিস্তানে বিশ্বকাপ বাছাইয়ে। বিশ্বকাপ বাছাইয়ের দলে ছিলেন দিলারা, জান্নাতুল ও ইসমা। এই তিনজনের বদলে নেওয়া হয়েছে উইকেটকিপার-ব্যাটার রুবাইয়া হায়দার, অফ স্পিনার নিশিতা আক্তার ও টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তারকে।
রুবাইয়াকে দলে নেওয়ার ব্যাপারে নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেছেন, ‘রুবাইয়া তার কঠোর পরিশ্রম দিয়ে জায়গা করে নিয়েছে। গত ছয় মাসে তার উন্নতি অসাধারণ ছিল। আমরা তাকে ওপেনিং ও উইকেটকিপিংয়ে বিকল্প হিসেবে ভাবছি।’ জাতীয় দলে নিয়মিত উইকেটকিপিং করে থাকেন অধিনায়ক নিগার সুলতানা।
নারী বিশ্বকাপের বাংলাদেশ দল
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার, নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তার।