images

স্পোর্টস / ক্রিকেট

এশিয়া কাপের দল ঘোষণা করার পরই বাদ দুই নির্বাচক সদস্য 

স্পোর্টস ডেস্ক

২৩ আগস্ট ২০২৫, ০৫:০৩ পিএম

এশিয়া কাপের দল ঘোষণার সপ্তাহ না যেতেই বড়সড় পরিবর্তন আনলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দলের নির্বাচক কমিটি থেকে দুই সদস্যকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এরই মধ্যে শূন্য হওয়া দুটি পদের জন্য আবেদন চেয়েছে বিসিসিআই।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচক প্যানেল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে শ্রীধরন শারথকে। আরেকজন সদস্যের নাম এখনও প্রকাশ করা হয়নি। শারথকে বয়সভিত্তিক পুরুষ দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

বিসিসিআই জানিয়েছে, নির্বাচক হতে হলে অন্তত সাতটি টেস্ট বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। বিকল্পভাবে, ১০টি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ বা ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, এমন সাবেক ক্রিকেটাররাও প্রার্থী হতে পারবেন।

401043.6

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শারথের জায়গায় সাবেক বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা দায়িত্ব পেতে পারেন। তবে প্রধান নির্বাচক হিসেবে অজিত আগারকর থাকছেন আগের মতোই। তাঁর মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। আগারকরের নেতৃত্বেই ভারত ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে।