স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২৫, ০১:১৯ পিএম
আরব আমিরাতের মাটিতে ব্যস্ত সময় কাটাতে যাচ্ছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আগামী সেপ্টেম্বরের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান ও পাকিস্তানের অংশগ্রহণে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করা হয়েছে। এই দুই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট সামনে রেখে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে আগামী ২৯ আগস্ট। ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। এরপরই ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ, যার আয়োজক এবার সংযুক্ত আরব আমিরাত।
আরও পড়ুন-‘বাবর-রিজওয়ানকে দিয়ে শুধু বিজ্ঞাপন করানো হোক’
আরও পড়ুন- পারফরম্যান্সে হতাশা, বেতন কমছে পাকিস্তানি ক্রিকেটারদের
আরও পড়ুন-পাকিস্তান ম্যাচ বয়কটের পক্ষে ভারত
ঘোষিত স্কোয়াডে বড় সুখবর হলো, ইনজুরি কাটিয়ে ফেরা গতিময় পেসার শাহীন শাহ আফ্রিদির থাকা। একই সঙ্গে দলে ফিরেছেন আরেক উদীয়মান পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। তবে চোটের কারণে জায়গা পাননি তরুণ পেসার নাসিম শাহ। স্কোয়াডের বাকি অংশে বড় কোনো পরিবর্তন আনা হয়নি।
পাকিস্তানের এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড- সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।