images

স্পোর্টস / ক্রিকেট

পারফরম্যান্সে হতাশা, বেতন কমছে পাকিস্তানি ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক

১৬ আগস্ট ২০২৫, ০৫:৪৭ পিএম

পাকিস্তান জাতীয় দলের সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সের কারণে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের খেলোয়াড়দের বেতন কাঠামোতে ব্যাপক কাটছাঁটের পরিকল্পনা করছে বোর্ড। স্পোর্টস নাওয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আসন্ন এশিয়া কাপের পর খেলোয়াড়দের বেতনের একটি বড় অংশ কর্তন করা হতে পারে।

২০২৫ সালে এখন পর্যন্ত ১১টি ওয়ানডে খেলেছে পাকিস্তান, যার মধ্যে জয় এসেছে মাত্র দুটি ম্যাচে। টেস্টে ৩টি ম্যাচ খেলে মাত্র একটি জয় পেয়েছে দলটি। এর পাশাপাশি বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজেও হেরেছে তারা।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ জিতে এগিয়ে গিয়েও সিরিজ হেরে যায় বাবর আজমের দল। এই ধারাবাহিক ব্যর্থতায় খুশি নয় পিসিবি। তাদের মতে, জাতীয় দলের এই পারফরম্যান্স ক্রিকেটারদের আর্থিক প্রণোদনা পাওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।

বর্তমানে আইসিসি থেকে পাওয়া লভ্যাংশের ৩ শতাংশ কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের দেওয়া হয়, যা মূল বেতনের সঙ্গে সংযুক্ত থাকে। দুই বছর আগে শুরু হওয়া এই সুবিধা এবার বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করছে বোর্ড।

বোর্ডের পরিকল্পনায় সবচেয়ে বড় আঘাত আসবে সিনিয়র খেলোয়াড়দের ওপর। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড় বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের বেতন কমতে পারে প্রায় ৩১.৫১ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির শাহিন শাহ আফ্রিদির বেতন কমতে পারে ৩৩.৩৩ শতাংশ পর্যন্ত।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবর আজম করেছেন মাত্র ৫৬ রান, মোহাম্মদ রিজওয়ান করেন ৬৯ রান। শাহিন আফ্রিদি ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে নিয়েছেন মোট ৬ উইকেট। দলের এই ব্যর্থ পারফরম্যান্সই বোর্ডের কড়া সিদ্ধান্তের পেছনে বড় কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।