images

স্পোর্টস / ক্রিকেট

‘খুন আর পানি একসঙ্গে বইতে পারে না’— পাকিস্তান ম্যাচ বয়কটের পক্ষে ভারত

স্পোর্টস ডেস্ক

১৩ আগস্ট ২০২৫, ১১:৩৮ এএম

‘খুন আর পানি একসঙ্গে বইতে পারে না। আমরা ওদের এত গুরুত্ব দিই কেন?’ ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথাগুলি বলেন ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিংহের, যিনি সোজাসাপ্টা ভাষায় জানিয়ে দিলেন, পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট খেলার সময় এখন নয়।

সম্প্রতি সমাপ্ত হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস-এ ভারত চ্যাম্পিয়ন্স দল গ্রুপ পর্ব এবং সেমিফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলের বিপক্ষে খেলতে অস্বীকার করে। এই সিদ্ধান্ত আসে কাশ্মীরের পাহেলগামে ঘটে যাওয়া মর্মান্তিক সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে, যেখানে একাধিক ভারতীয় মানুষ ও সৈন্য শহিদ হন।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হরভজন বলেন, ‘আমাদের দেশের সেই সৈন্য, যিনি সীমান্তে দাঁড়িয়ে আমাদের রক্ষা করেন, যাঁদের পরিবার বহু সময় তাঁদের দেখতে পান না, যাঁরা অনেক সময় জীবনের বলিদান দেন। তাঁদের ত্যাগের কাছে একটা ক্রিকেট ম্যাচ খুবই তুচ্ছ। এটা খুব ছোট একটা বিষয়।’ 

তিনি আরও বলেন, ‘‘সরকারেরও একই মত- ‘খুন আর পানি একসঙ্গে বইতে পারে না।’ সীমান্তে যখন যুদ্ধ চলছে, যখন উত্তেজনা চরমে, তখন ক্রিকেট খেলার কোনও মানে হয় না। যতদিন না বড় সমস্যাগুলোর সমাধান হয়, ততদিন ক্রিকেট একেবারেই গৌণ বিষয়।”

হরভজন সিংহ প্রশ্ন তোলেন ভারতীয় মিডিয়ার ভূমিকাও নিয়ে। তিনি বলেন, ‘যখন আমরা ওদের বয়কট করেছি, কথা বলতে চাই না, তখন কেন প্রতিটা নিউজ চ্যানেল ওদের দেখায়? মিডিয়ারও দায়িত্ব আছে, তারা যেন আগুনে ঘি না দেয়।’

তিনি এও জানান, ভারতীয় ক্রিকেটারদের উচিত নয় পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানো, এবং মিডিয়ার উচিত নয় পাকিস্তানি প্রতিক্রিয়া দেখিয়ে তাদের গুরুত্ব বাড়ানো।

এশিয়া কাপ ২০২৫ আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলেছে। গ্রুপ এ-তে ভারত, পাকিস্তান, ওমান এবং স্বাগতিক আরব আমিরাত রয়েছে। অন্যদিকে গ্রুপ বি-তে আছে আফগানিস্তান, বাংলাদেশ, হংকং এবং শ্রীলঙ্কা। 

ভারত বর্তমানে এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তারা শেষবার শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে রেকর্ড অষ্টমবার এই খেতাব জেতে। তবে আগামী টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ আদৌ হবে কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে হারভজনের এই বক্তব্যের পর।