স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২৫, ০৩:৪৪ পিএম
আগামী বছরই মাঠে গড়াবে ফিফা ফুটবল বিশ্বকাপ। গ্রেটেস্ট শো অন আর্থের এবারের আসর অনুষ্ঠিত হবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে। আসন্ন এ আসরে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে পারবেন ফুটবল পাগল সমর্থকরা।
২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া। এবারের আসরে অংশ নিবে ৪৮টি দল। তিন দেশের ১৬টি শহরে হবে খেলা। ফিফা আশা করছে, আগামী বিশ্বকাপে প্রায় ৬৫ হাজার স্বেচ্ছাসেবী কাজ করবেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘স্বেচ্ছাসেবীরা হলেন ফিফা টুর্নামেন্টের হৃদয়, আত্মা ও হাসি। আমরা আশা করি, আগ্রহী ব্যক্তিরা ২০২৬ সালে উত্তর আমেরিকায় বিশ্বকে স্বাগত জানাতে আমাদের সঙ্গে যোগ দেবেন।’
আসন্ন এ আসরে স্বেচ্ছাসেবি হিসেবে কাজ করতে পারবেন যে কেউ। অভিজ্ঞতারও প্রয়োজন নেই। আবেদনের সময় আবেদনকারীদের কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে এবং আয়োজক দেশে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার যোগ্য হতে হবে এবং ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। মেক্সিকোতে ইংরেজি ও স্প্যানিশ ভাষা কাম্য; কানাডায় ফরাসি ভাষাকে একটি সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।
আবেদন করা যাবে আগস্ট-সেপ্টেম্বর ২০২৫। ১১ জুন ২০২৬ থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত আটটি শিফটের প্রতিশ্রুতি দেবে ফিফা। আবেদনের সময় আপনার বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে। যোগ্য হতে হলে আপনাকে আয়োজক দেশে প্রবেশের প্রয়োজনীয় সবকিছু মেনে চলতে হবে।
বিশ্বকাপের স্বেচ্ছাসেবী হতে আবেদন করুন এই ঠিকানায়: fifaworldcup.com/volunteers