স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০২৫, ০৩:৩৯ পিএম
চলতি বছরের মে মাসে ‘অপারেশন সিন্দুর’ পরিচালনার পর ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কে চরম অবনতি ঘটে। একইসঙ্গে বাংলাদেশ সরকারের পাকিস্তানপ্রীতি মনোভাব নিয়ে ভারত অসন্তোষ প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে, আগস্টে বাংলাদেশ সফরের পরিকল্পনা থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেই সফর ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করে দেয়।
ফলে আগস্টে বাংলাদেশের বদলে এশিয়া কাপের প্রস্তুতির জন্য শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ খেলার প্রস্তাব দিয়ে থাকে ভারত। আগস্টের শেষ সপ্তাহে এই দুই দেশের মধ্যে একটি সীমিত ওভারের সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সেটি বাতিল হয়েছে বলে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
ভারতীয় সংবাদ সংস্থা এনাই এক প্রতিবেদনে জানা যায়, শ্রীলঙ্কা ক্রিকেট কর্তৃপক্ষ এমন কোনো সিরিজের সম্ভাবনাকে সরাসরি নাকচ করেছে। এর আগে গুঞ্জন উঠেছিল, বাংলাদেশ সফর স্থগিত হওয়ার পর বিকল্প হিসেবে ভারতের শ্রীলঙ্কা সফরের পরিকল্পনা করা হয়েছিল।
এক বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড সম্মিলিতভাবে আগস্ট ২০২৫-এ তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’
ভারত-শ্রীলঙ্কা সিরিজ বাতিল হওয়ায়, এখন রোহিত শর্মা ও তাঁর দলনেতৃত্বে থাকা ভারতীয় দল সরাসরি এশিয়া কাপ ২০২৫ দিকে নজর দিচ্ছে। এই টুর্নামেন্টটি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হবে এবং ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে।