স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০২৫, ১২:৪৪ পিএম
ওভাল টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ২-২ এ ড্র করেছে ভারত। এই সিরিজ জয়ে দুরন্ত বোলিং করে ভূমিকা রেখেছেন মোহাম্মদ সিরাজ। শেষ টেস্টে দুই ইনিংসে ৯ উইকেট তুলে নিয়ে ম্যাচের নায়ক তিনিই। তবে ভারতের এই সাফল্যের মাঝেই বিতর্ক উসকে দিলেন পাকিস্তানের সাবেক পেসার শাব্বির আহমেদ।
ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ের পর বল টেম্পারিংয়ের অভিযোগ তুললেন শব্বির। ইংল্যান্ডের বিপক্ষে ওভালে অনুষ্ঠিত পঞ্চম টেস্টে ছয় রানে জয় পায় ভারত। ৩৭৪ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড ৩০১-৩ অবস্থায় ছিল, যখন হ্যারি ব্রুক ও জো রুট দুর্দান্ত ব্যাটিং করছিলেন। সেই সময়ে মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণর জোরালো বোলিংয়ে ফিরে আসে ভারত। ইংল্যান্ডকে ৩৬৭ রানে অলআউট করে ম্যাচ জিতে নেয় ভারত।
এই ম্যাচের পিচ ছিল সিরিজের সেরা, যেখানে ব্যাট ও বল উভয়েরই সমান প্রভাব ছিল। পঞ্চম দিনে পুরনো বলেও প্রচণ্ড সুইং হচ্ছিল, যার ফলে ব্যাটিং করা কঠিন হয়ে উঠেছিল। ৮০ ওভারের পর ভারত চাইলে নতুন বল নিতে পারত, কিন্তু পুরনো বলেই এত বেশি সুইং হচ্ছিল যে তারা সেটিই চালিয়ে যায় এবং সেটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
তবে এই পরিস্থিতিতেই সন্দেহ প্রকাশ করেছেন শব্বির আহমেদ। তিনি এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে বলেন, 'আমার মনে হয় ভারত ভ্যাসলিন ব্যবহার করেছে। ৮০ ওভারের পরেও বল নতুনের মতো চকচক করছিল। আম্পায়ারদের উচিত এই বলটি ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করা।'

শব্বির আহমেদের অভিযোগ এখনো প্রমাণিত নয় এবং আইসিসি বা আম্পায়ারদের পক্ষ থেকেও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
উল্লেখযোগ্যভাবে, ভারত এই সিরিজে খেলেছে ছাড়াই রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শেষ ম্যাচে চোটের কারণে ঋষভ পন্থ। জসপ্রিত বুমরাহও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে ছিলেন না। তবুও ইংল্যান্ডের মাটিতে তারা প্রায় পুরো সিরিজেই দাপট দেখিয়েছে।